দেশি-বিদেশি চিকিৎসা গবেষকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৬: ২৪
Thumbnail image

চট্টগ্রামে দেশি-বিদেশি চিকিৎসা গবেষকদের দিনব্যাপী মিলনমেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে বসে এ মিলন মেলা।

‘ইনস্টিটিউশনাল রিসার্চ সিম্পোজিয়াম (আইআরএস) ’ শীর্ষক সেমিনারে দেশ-বিদেশের ৩৪ জন খ্যাতনামা গবেষক উপস্থাপন করেন গবেষণাপত্র। একই অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য কয়েক জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। যৌথভাবে এর আয়োজন করে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) এবং সিআইএমসিএইচ নার্সিং কলেজ। এতে ‘গবেষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন’ শীর্ষক স্মারক বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

এই আয়োজনে মোট ৪০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এতে অধ্যাপক ডা. এম এ ফয়েজ ও অধ্যাপক ডা. মো. ইসমাইল খানকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত