Ajker Patrika

৯৫ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার চলে অবৈধভাবে

নিজস্ব প্রতিবেদক
৯৫ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার চলে অবৈধভাবে

যশোরে ২৯০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৯৫টিই অবৈধ। ব্যক্তিমালিকানাধীন এসব চিকিৎসাকেন্দ্র ও রোগ নির্ণয়কেন্দ্র বন্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা 
স্বাস্থ্য বিভাগ।

গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর ৭২ ঘণ্টার (তিন দিন) মধ্যে সারা দেশের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেয়। সে নির্দেশনা যশোরের সিভিল সার্জন দপ্তরও পেয়েছে।

ইতিমধ্যে ব্যবস্থা নিতে সিভিল সার্জন দপ্তর জেলা প্রশাসক বরাবর আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে। ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চারটি নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে হবে। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।

এ ছাড়া যেসব প্রতিষ্ঠান নিবন্ধন নবায়ন করেনি, তাদের নিবন্ধন নবায়নের জন্য সময়সীমা বেঁধে দিতে হবে। সময়সীমার মধ্যে নবায়ন না করলে, ওই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে হবে।

একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অপারেশনের সময় অ্যানেসথেসিয়া (অজ্ঞান) ও অপারেশন থিয়েটার চালু রাখার ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসক থাকতে হবে। অন্যথায় এ ধরনের প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে হবে।

অপরদিকে যেসব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের আবেদন করেছে, তাদের নিবন্ধন দেওয়ার কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। নিবন্ধন পাওয়ার আগে এসব প্রতিষ্ঠান কোনোভাবেই কার্যক্রম চালাতে পারবে না।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলা সদরসহ আটটি উপজেলায় সব মিলিয়ে ২৯০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ১১০টি ক্লিনিক এবং ১৮০টি ডায়াগনস্টিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যশোর সদরেই রয়েছে ৮৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এ ৮৫টির মধ্যে ৫৫ টির কাগজপত্র সঠিক রয়েছে। আর জেলার ৯৫টি অনিবন্ধিত রয়েছে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত নির্দেশনা হাতে পেয়েছি। সিভিল সার্জন সরকারি সফরে আছেন। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে।’

নাজমুস সাদিক রাসেল বলেন, ‘ইতিমধ্যে সিভিল সার্জনের নির্দেশক্রমে অবৈধ ও অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা 
নেওয়া হবে। ’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত