Ajker Patrika

দুদিন পর সেন্ট মার্টিনে গেল জাহাজ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ৪৯
দুদিন পর সেন্ট মার্টিনে গেল জাহাজ

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল থাকায় আগের দুদিন এই রুটে যাতায়াত বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার বেলা ১টায় টেকনাফের জেটি থেকে চারটি পর্যটকবাহী জাহাজে করে ৭০০ পর্যটক সেন্ট মার্টিনে যান। ফিরতি যাত্রায় দ্বীপে আটকে পড়া হাজারখানেক পর্যটক ফিরে আসেন।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকার গত রোববার থেকে ওই নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় কক্সবাজার সমুদ্র বন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। এরপর গতকাল দুপুরে পর্যটকবাহী চারটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে যায়।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ায় সাগরের পরিবেশ এখন শান্ত। যে কারণে ওই নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত