Ajker Patrika

নারীদের নিয়ে কাজ করছে ‘তথ্য আপা’

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
নারীদের নিয়ে কাজ করছে ‘তথ্য আপা’

চট্টগ্রামের লোহাগাড়ার ৯ ইউনিয়নে নারীর ক্ষমতায়নে কাজ করছে ‘তথ্য আপা’ প্রকল্প। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নে কাজ করছে ‘তথ্য আপা’ প্রকল্পটি।

এ প্রকল্পের মাধ্যমে বিশেষ করে গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদের তথ্যপ্রযুক্তির সেবা দেওয়া হচ্ছে।

জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত ৪০টি উঠান বৈঠক হয়েছে। প্রতিটি বৈঠকে ৫০ জন সুবিধাবঞ্চিত নারী অংশগ্রহণ করেছেন।

তথ্য আপা প্রকল্পের সাহায্যকারী গ্রুপ মিনার সদস্য ফারিয়া লারা পিংকি বলেন, মিনা গ্রুপে তাঁদের পাঁচজন সদস্য রয়েছেন। গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের সংগঠিত করার কাজটি করছে মিনা গ্রুপ। যাতে নারীরা সহজে তথ্য আপা প্রকল্পের বিভিন্ন সেবা পেতে পারেন।

উপজেলা তথ্য সেবাকেন্দ্রের প্রকল্প কমিটির সদস্য প্রভাষক জেয়াছমিন আক্তার বলেন, তিনি বেশ কয়েকটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন। গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীরা তথ্য আপার মাধ্যমে বিভিন্ন সেবা পাচ্ছেন। এটি দেখে খুবই ভালো লেগেছে।

উপজেলার তথ্য সেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার বলেন, লোহাগাড়ায় তথ্য আপা প্রকল্পের অধীনে ২০ হাজার সুবিধাবঞ্চিত নারীকে সেবার আওতায় আনা হবে। এ পর্যন্ত তথ্য সেবাকেন্দ্রে ও উঠান বৈঠকের মাধ্যমে ১৮ হাজার সুবিধাবঞ্চিত নারীকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ডিজিটাল সেবার কাজটি করে যাচ্ছে তথ্য আপা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকারি সেবাগুলো নারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত