বরগুনা ও পটুয়াখালী প্রতিনিধি
বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পরপরই মাছ ধরতে সাগরযাত্রা শুরু করেন জেলেরা।
এর আগে ট্রলার মেরামত করে সাগরে মাছ শিকারের জন্য প্রস্তুত করেন।
শনিবার দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে, অর্ধশতাধিক ট্রলার বরফ নেওয়ার জন্য অপেক্ষা করছে। জেলেরা ট্রলারে ওঠাচ্ছেন জাল। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বেজায় খুশি জেলেরা।
সংশ্লিষ্ট জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞায় জেলেদের অনেকেই বেকার সময় কাটিয়েছেন। এখন সাগরে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে বলে আশা করছেন তাঁরা।
পাথরঘাটার জেলে সেলিম মিয়া বলেন, ট্রলার মেরামতের কাজ শেষ। এখন বাজার-সওদা করব। আরেক জেলে ইউসুফ বলেন, আশা করছি এবার ভালো মাছ পাব। পরিবারের অভাব দূর হবে। বরগুনা সদরের বদরখালি এলাকার জেলে জহির বলেন, ট্রলারের মেরামত শেষ। জেলেরা সবাই প্রস্তুত, বাজার-সওদাও করেছি।
পাথরঘাটার তালতলা এলাকার ট্রলার মালিক আবদুল সালাম বলেন, আমার সবগুলো ট্রলার মাছ ধরার জন্য সাগরে যেতে প্রস্তুত রয়েছে। সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা সঠিক সিদ্ধান্ত ছিল। এ কারণে সাগরে মাছ বাড়বে। আশা করছি, জেলেরা এখন বেশি মাছ নিয়ে ফিরবেন।
হরিণঘাটা এলাকার নুরুল আলম বলেন, দীর্ঘদিন আমার ট্রলার স্থলে পড়ে থাকায় ভাঙন ধরেছিল। ধারদেনা করে সেসবের মেরামত শেষ করেছি। এখন সাগরে যাওয়ার অপেক্ষা।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন, ৬৫ দিন নিষেধাজ্ঞা থাকায় সাগরে যেতে পারেননি জেলেরা।
অনেকে কোরবানিও দিতে পারেননি। পরিবার নিয়ে চলতে-ফিরতে কষ্ট হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আশা করছি সাগরে ইলিশ শিকার করে নিরাপদে তীরে ফিরতে পারবেন আমাদের জেলেরা। সে ক্ষেত্রে জলদস্যুদের আক্রমণ থেকে জেলেদের সুরক্ষা দিতে হবে। আর দুর্ঘটনার শিকার হলে জেলে পরিবারের পাশে সরকারকে থাকতে হবে।
এদিকে পটুয়াখালীর মহিপুর-আলীপুর মৎস্যবন্দর, চরমোন্তাজ মৎস্যবন্দর ও মৌডুবি মৎস্যকেন্দ্রসহ বিভিন্ন এলাকার জেলেরা তাঁদের ফিশিং বোট নিয়ে সাগরপথে পাড়ি দেবেন আজ।
দুই মাসেরও অধিক সময়ের পর সমুদ্রে আবার মাছ শিকারে যেতে পারায় জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের চোখে-মুখে আনন্দ ও খুশির হাসি ফুটে উঠেছে।
চরমোন্তাজ মৎস্যবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ সাথী বলেন, ‘টানা ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকার পর আজ রোববার থেকে জেলেরা আবার বঙ্গোপসাগরে মাছ শিকারে যাবেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল রয়েছে। এর ফলে জেলেরা আদৌ সাগরে যেতে পারবেন কি না জানি না। তবে গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।’
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজারুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। আশা করি, এবার বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে।
বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পরপরই মাছ ধরতে সাগরযাত্রা শুরু করেন জেলেরা।
এর আগে ট্রলার মেরামত করে সাগরে মাছ শিকারের জন্য প্রস্তুত করেন।
শনিবার দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে, অর্ধশতাধিক ট্রলার বরফ নেওয়ার জন্য অপেক্ষা করছে। জেলেরা ট্রলারে ওঠাচ্ছেন জাল। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বেজায় খুশি জেলেরা।
সংশ্লিষ্ট জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞায় জেলেদের অনেকেই বেকার সময় কাটিয়েছেন। এখন সাগরে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে বলে আশা করছেন তাঁরা।
পাথরঘাটার জেলে সেলিম মিয়া বলেন, ট্রলার মেরামতের কাজ শেষ। এখন বাজার-সওদা করব। আরেক জেলে ইউসুফ বলেন, আশা করছি এবার ভালো মাছ পাব। পরিবারের অভাব দূর হবে। বরগুনা সদরের বদরখালি এলাকার জেলে জহির বলেন, ট্রলারের মেরামত শেষ। জেলেরা সবাই প্রস্তুত, বাজার-সওদাও করেছি।
পাথরঘাটার তালতলা এলাকার ট্রলার মালিক আবদুল সালাম বলেন, আমার সবগুলো ট্রলার মাছ ধরার জন্য সাগরে যেতে প্রস্তুত রয়েছে। সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা সঠিক সিদ্ধান্ত ছিল। এ কারণে সাগরে মাছ বাড়বে। আশা করছি, জেলেরা এখন বেশি মাছ নিয়ে ফিরবেন।
হরিণঘাটা এলাকার নুরুল আলম বলেন, দীর্ঘদিন আমার ট্রলার স্থলে পড়ে থাকায় ভাঙন ধরেছিল। ধারদেনা করে সেসবের মেরামত শেষ করেছি। এখন সাগরে যাওয়ার অপেক্ষা।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন, ৬৫ দিন নিষেধাজ্ঞা থাকায় সাগরে যেতে পারেননি জেলেরা।
অনেকে কোরবানিও দিতে পারেননি। পরিবার নিয়ে চলতে-ফিরতে কষ্ট হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আশা করছি সাগরে ইলিশ শিকার করে নিরাপদে তীরে ফিরতে পারবেন আমাদের জেলেরা। সে ক্ষেত্রে জলদস্যুদের আক্রমণ থেকে জেলেদের সুরক্ষা দিতে হবে। আর দুর্ঘটনার শিকার হলে জেলে পরিবারের পাশে সরকারকে থাকতে হবে।
এদিকে পটুয়াখালীর মহিপুর-আলীপুর মৎস্যবন্দর, চরমোন্তাজ মৎস্যবন্দর ও মৌডুবি মৎস্যকেন্দ্রসহ বিভিন্ন এলাকার জেলেরা তাঁদের ফিশিং বোট নিয়ে সাগরপথে পাড়ি দেবেন আজ।
দুই মাসেরও অধিক সময়ের পর সমুদ্রে আবার মাছ শিকারে যেতে পারায় জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের চোখে-মুখে আনন্দ ও খুশির হাসি ফুটে উঠেছে।
চরমোন্তাজ মৎস্যবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ সাথী বলেন, ‘টানা ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকার পর আজ রোববার থেকে জেলেরা আবার বঙ্গোপসাগরে মাছ শিকারে যাবেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল রয়েছে। এর ফলে জেলেরা আদৌ সাগরে যেতে পারবেন কি না জানি না। তবে গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।’
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজারুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। আশা করি, এবার বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে