ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর ভাঙনে ৫০-৬০ মিটার কাঁচা রাস্তা বিলীন হয়ে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে তিন গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা কৃষিপণ্য পরিবহনসহ যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।
গতকাল বুধবার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা গেছে, বালাতাড়ি ও কৃষ্ণানন্দবকসী এলাকার বারোমাসিয়া নদীর তীরে আধা কিলোমিটার এলাকা ভেঙে গেছে। এ কারণে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি হয়ে বালারহাট যাতায়াতের কাঁচা রাস্তাটিতে প্রায় ৫০-৬০ মিটার বিলীন হয়ে গেছে। এতে তিন গ্রামের ১০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওইসব এলাকার মানুষ জরুরি প্রয়োজনে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা সদরসহ বালারহাট বাজারেযাতায়াত করছে।
বালাতাড়ি গ্ৰামের সবজি ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘রাস্তা বিলীন হওয়ায় সময়মতো শাকসবজি হাটবাজারে নিয়ে যেতে পারি না। সময় ও খরচ বেশি পড়ে।’
উপজেলার কৃষ্ণানন্দবকসী এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘নদীর ওপারে আমার চাষের জমি আছে। ভুট্টা ও সবজি চাষ করেছি। রাস্তা না থাকায় নৌকায় যাতায়াত করি।’
গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘ভাঙা রাস্তার কারণে শিক্ষার্থীদের নিয়ে বিপদে আছি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলী জানান, বারোমাসিয়ার ভাঙনে ওই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি গ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বালাতাড়ি, কৃষ্ণানন্দবকসী ও গোরকমন্ডল এলাকার মানুষ পাঁচ কিলোমিটার বেশি পথ অতিক্রম করে যাতায়াত করছে। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর ভাঙনে ৫০-৬০ মিটার কাঁচা রাস্তা বিলীন হয়ে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে তিন গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা কৃষিপণ্য পরিবহনসহ যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।
গতকাল বুধবার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা গেছে, বালাতাড়ি ও কৃষ্ণানন্দবকসী এলাকার বারোমাসিয়া নদীর তীরে আধা কিলোমিটার এলাকা ভেঙে গেছে। এ কারণে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি হয়ে বালারহাট যাতায়াতের কাঁচা রাস্তাটিতে প্রায় ৫০-৬০ মিটার বিলীন হয়ে গেছে। এতে তিন গ্রামের ১০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওইসব এলাকার মানুষ জরুরি প্রয়োজনে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা সদরসহ বালারহাট বাজারেযাতায়াত করছে।
বালাতাড়ি গ্ৰামের সবজি ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘রাস্তা বিলীন হওয়ায় সময়মতো শাকসবজি হাটবাজারে নিয়ে যেতে পারি না। সময় ও খরচ বেশি পড়ে।’
উপজেলার কৃষ্ণানন্দবকসী এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘নদীর ওপারে আমার চাষের জমি আছে। ভুট্টা ও সবজি চাষ করেছি। রাস্তা না থাকায় নৌকায় যাতায়াত করি।’
গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘ভাঙা রাস্তার কারণে শিক্ষার্থীদের নিয়ে বিপদে আছি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলী জানান, বারোমাসিয়ার ভাঙনে ওই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি গ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বালাতাড়ি, কৃষ্ণানন্দবকসী ও গোরকমন্ডল এলাকার মানুষ পাঁচ কিলোমিটার বেশি পথ অতিক্রম করে যাতায়াত করছে। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে