Ajker Patrika

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৯
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

বাহুবলে যৌতুকের জন্য স্ত্রী লাভলি আক্তারকে হত্যার দায়ে স্বামী সৈয়দ হেলাল মিয়াকে (২৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় দেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

এই মামলায় নিহতের শাশুড়ি ও তাঁর দেবরকে খালাস করে দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ জিতুউর রহমানের ছেলে।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসিম মোল্লা মাসুম বলেন, হেলাল মিয়ার সঙ্গে ২০১৭ সালে উপজেলার বরগাঁও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে লাভলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে লাভলি আক্তারের স্বামী যৌতুকের জন্য তাঁকে মারধর করতেন। পরে ওই বছরেরই ২৩ সেপ্টেম্বর রাতে লাভলিকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন।

ঘটনায় চার দিন পর ২৮ সেপ্টেম্বর লাভলি আক্তারের ভাই শাহীন চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হত্যার অভিযোগে লাভলির স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত