Ajker Patrika

সমলয় চাষাবাদ দেখতে ভিড়

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০২
সমলয় চাষাবাদ দেখতে ভিড়

যশোরের চৌগাছায় সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় স্বয়ংক্রিয় যন্ত্রের (রাইস ট্রান্সপ্লান্ট) মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া মাঠে এই রোপণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় এলাকার কৌতূহলী মানুষ ভিড় জমান সেই চারা রোপণ দেখতে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পাতিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, ‘সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার ১৫০ বিঘা জমিতে কৃষকের বোরো রোপণ করে দেওয়া হচ্ছে। এর আগে ট্রেতে চারা তৈরি করা হয়েছে। কর্মসূচির আওতায় কৃষকেরা প্রতি তিন বিঘা জমির জন্য ৯০ কেজি ইউরিয়া, ৬০ কেজি ডিএপি এবং ৫০ কেজি করে এমওপি সারসহ সমস্ত খরচ প্রণোদনার আওতায় পাবেন। শেষে হার্ভেস্টারের মাধ্যমে ধান কেটে ঝেড়ে দেওয়া হবে।

সমরেন বিশ্বাস বলেন, ‘চাষের সব কার্যক্রমই যন্ত্র দিয়ে করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত