নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পাঁচ বছর আগেও রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ অনেক রাস্তাঘাট ছিল সরু। অলিগলিতেও দেখা যেত অটোরিকশার জট। এখন গুরুত্বপূর্ণ সব রাস্তাই প্রশস্ত। নতুন করেও সড়ক নির্মাণ করা হয়েছে। শহরের আলোকায়ন নজর কাড়ে যে কারও। রাজশাহী এখন পরিচিতি পেয়েছে দেশের সেরা শহর হিসেবে। আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এসব উন্নয়ন দেখিয়েই আবারও ভোট চাইবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
দলীয় টিকিট পেয়েই ভোটের মাঠ গোছাতে শুরু করেছেন লিটন। এর অংশ হিসেবে তিনি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। বলছেন, গত পাঁচ বছরে রাজশাহী শহরের যে উন্নয়ন হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এত উন্নয়নের জন্যই মানুষ আবার নৌকায় ভোট দেবেন বলে তিনি মনে করছেন।
রাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ১৫ এপ্রিল লিটনকে আবারও মনোনয়ন দেওয়া হয়। ২০০৮ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচিত হন। কিন্তু তাঁর পাঁচ বছর মেয়াদের বেশির ভাগ সময়ই চেয়ারে বসতে পারেননি। এক ডজনেরও বেশি মামলার আসামি হন তিনি। ফলে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বুলবুল মেয়র থাকাকালে নগরবাসীর সামনে কোনো উন্নয়ন পরিকল্পনাও হাজির করতে পারেননি। ভেঙে পড়েছিল নাগরিক সেবা। যদিও বুলবুলের দাবি, প্রতিহিংসার বশে তাঁকে কোনো উন্নয়ন বরাদ্দ দেয়নি সরকার। এ কারণে নগরীর উন্নয়ন ব্যাহত হয়েছিল তাঁর সময়ে।
তবে ২০১৮ সালের নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হন লিটন। নির্বাচনের কিছুদিন পরই প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেন। রাসিকের ইতিহাসে একসঙ্গে এটিই সবচেয়ে বেশি বরাদ্দের রেকর্ড। এই বিপুল টাকা বরাদ্দের ফলে উন্নয়ন-সৌন্দর্যে প্রতিনিয়তই বদলে যাচ্ছে রাজশাহী মহানগরী।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপি চুপ। দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে এখন পর্যন্ত জানাচ্ছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিগগির তাদের মেয়র প্রার্থী চূড়ান্ত করবে বলে জানা গেছে। আওয়ামী লীগের প্রার্থী লিটন মনে করছেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী দিতে পারে। অথবা নির্বাচন বানচালের অপচেষ্টাও করতে পারে।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। উন্নয়নের ছোঁয়ায় রাজশাহীও বদলে গেছে। প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, আলোকায়নসহ সর্বক্ষেত্রে মহানগরীর উন্নয়ন হয়েছে; যার সুফল পাচ্ছে এ অঞ্চলের মানুষ। এ নগরীর সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার সরকার যেটি বলে, সেটি বাস্তবায়ন করে।
পাঁচ বছর আগেও রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ অনেক রাস্তাঘাট ছিল সরু। অলিগলিতেও দেখা যেত অটোরিকশার জট। এখন গুরুত্বপূর্ণ সব রাস্তাই প্রশস্ত। নতুন করেও সড়ক নির্মাণ করা হয়েছে। শহরের আলোকায়ন নজর কাড়ে যে কারও। রাজশাহী এখন পরিচিতি পেয়েছে দেশের সেরা শহর হিসেবে। আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এসব উন্নয়ন দেখিয়েই আবারও ভোট চাইবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
দলীয় টিকিট পেয়েই ভোটের মাঠ গোছাতে শুরু করেছেন লিটন। এর অংশ হিসেবে তিনি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। বলছেন, গত পাঁচ বছরে রাজশাহী শহরের যে উন্নয়ন হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এত উন্নয়নের জন্যই মানুষ আবার নৌকায় ভোট দেবেন বলে তিনি মনে করছেন।
রাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ১৫ এপ্রিল লিটনকে আবারও মনোনয়ন দেওয়া হয়। ২০০৮ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচিত হন। কিন্তু তাঁর পাঁচ বছর মেয়াদের বেশির ভাগ সময়ই চেয়ারে বসতে পারেননি। এক ডজনেরও বেশি মামলার আসামি হন তিনি। ফলে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বুলবুল মেয়র থাকাকালে নগরবাসীর সামনে কোনো উন্নয়ন পরিকল্পনাও হাজির করতে পারেননি। ভেঙে পড়েছিল নাগরিক সেবা। যদিও বুলবুলের দাবি, প্রতিহিংসার বশে তাঁকে কোনো উন্নয়ন বরাদ্দ দেয়নি সরকার। এ কারণে নগরীর উন্নয়ন ব্যাহত হয়েছিল তাঁর সময়ে।
তবে ২০১৮ সালের নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হন লিটন। নির্বাচনের কিছুদিন পরই প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেন। রাসিকের ইতিহাসে একসঙ্গে এটিই সবচেয়ে বেশি বরাদ্দের রেকর্ড। এই বিপুল টাকা বরাদ্দের ফলে উন্নয়ন-সৌন্দর্যে প্রতিনিয়তই বদলে যাচ্ছে রাজশাহী মহানগরী।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপি চুপ। দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে এখন পর্যন্ত জানাচ্ছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিগগির তাদের মেয়র প্রার্থী চূড়ান্ত করবে বলে জানা গেছে। আওয়ামী লীগের প্রার্থী লিটন মনে করছেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী দিতে পারে। অথবা নির্বাচন বানচালের অপচেষ্টাও করতে পারে।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। উন্নয়নের ছোঁয়ায় রাজশাহীও বদলে গেছে। প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, আলোকায়নসহ সর্বক্ষেত্রে মহানগরীর উন্নয়ন হয়েছে; যার সুফল পাচ্ছে এ অঞ্চলের মানুষ। এ নগরীর সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার সরকার যেটি বলে, সেটি বাস্তবায়ন করে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে