Ajker Patrika

ইউপি নির্বাচনে হারলেন মন্ত্রীর ভগ্নিপতি

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫০
ইউপি নির্বাচনে হারলেন মন্ত্রীর ভগ্নিপতি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও হারলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের ভগ্নিপতি মো. নাজিমুদ্দীন সরকার।

গত রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

উপজেলার কৃষ্ণপুর ইউপিতে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শামীম মোড়ল (ঘোড়া প্রতীক) ও নৌকা প্রতীকে নির্বাচন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের ভগ্নিপতি মো. নাজিমুদ্দিন সরকার।

স্বতন্ত্র প্রার্থী মো. শামীম মোড়ল পান ৪ হাজার ১৪০ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাজিমুদ্দিন সরকার পান ৩ হাজার ৪২০ ভোট। কৃষ্ণপুর ইউপিতে মোট ভোটার ১০ হাজার ১৯৬ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিন বছর আগে একই ইউপিতে উপনির্বাচনে মো. শামীম মোড়ল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করেন। এবারও তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাজিমুদ্দিন সরকারকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন।

উল্লেখ্য উপজেলার চারটি ইউপিতে মাত্র একটিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন। চতুর্থ ধাপে উপজেলার চাকুয়া, নগর, গাজীপুর ও কৃষ্ণপুর ইউপিতে ভোট হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত