কথা বিকৃত করে ছড়ানোর দাবি

কুমিল্লা ও দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ১৫
Thumbnail image

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। ওই অডিও ক্লিপটি ‘সুপার এডিট’ করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। এ ঘটনার প্রতিবাদে তাঁর পক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে দেবিদ্বার পৌর এলাকার নিউ মার্কেট স্বাধীনতা স্তম্ভে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, দেবিদ্বার উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউছার হায়দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল্লাহ আল মামুন, ফতেহাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ধামতি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জসিম উদ্দিন প্রমুখ।

এ ছাড়া দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। এ সময় বড় শালঘর, ইউসুফপুর, রসুলপুর, ফতেহবাদ, দেবিদ্বার পৌরসভা, জাফরগঞ্জ, এলাহাবাদ, বুনাইঘর, বালী, বড়কামতা, রাজামেহের, সুলতানপুর ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন।

বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘পুরো বক্তব্য শুনলে বুঝতে পারবেন, আমি কী বলেছি, কাকে উদ্দেশ্য করে বলেছি। উদ্দেশ্যমূলকভাবে আমার কথোপকথনের অংশ বিশেষ কেটে নিয়ে ভাইরাল করা হয়েছে।’

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রোশন আলী মাস্টার একজন পরীক্ষিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাঁর কণ্ঠ কারসাজি করে তাঁর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে যে মিথ্যা ফোনালাপ বিকৃতি করে প্রচার করা হয়েছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা রোশন আলী মাস্টার। তাঁর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিবাদের মাধ্যমে জবাব দেবেন।

সমাবেশে সঞ্চালনা করেন দেবিদ্বার পৌরসভার সাবেক ছাত্রলীগ সহসভাপতি হাজী মোসলেহউদ্দিন ভূঞা মানিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত