পাচারকালে ৫ লাখ টাকার কাঠ জব্দ

সদর দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০৯: ৩৩
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ৫৪

রাতের আঁধারে ট্রাকে ত্রিপল পেঁচিয়ে সেগুন কাঠ পাচার করা হচ্ছিল। কুমিল্লার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে এলে ট্রাকটি থামার নির্দেশ দেন বন কর্মকর্তারা। এ সময় ট্রাক রেখে পালিয়ে যান চালক। পরে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ অভিযান চালানো হয়। ট্রাকটি ঢাকামুখী ছিল। সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত