Ajker Patrika

রাঙামাটিতে এক দিনে করোনা শনাক্ত ৮৪

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ০৯
রাঙামাটিতে এক দিনে করোনা শনাক্ত ৮৪

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮৪ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। এতে শনাক্তের হার দাঁড়ায় ৪৫ দশমিক ৬৫ শতাংশ। চলতি মাসে এটি এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

আক্রান্তদের মধ্যে রাঙামাটির ৪৭ জনই সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাপ্তাইয়ে ২৩ জন, কাউখালীতে ৫, বিলাইছড়িতে ৪ , জুরাছড়ি ৩ ও লংগদু উপজেলার ২ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭১৩ জনের। তাঁদের মধ্যে মারা গেছেন ৩৪ জন।

বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪৩৯ জন। তাঁদের মধ্যে ১ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন।

এ পর্যন্ত জেলায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৮ হাজার ৫২৩ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৩ লাখ ২ হাজার ৪৯৭ জন।

এর আগে গত বৃহস্পতিবার ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার ৩৯ দশমিক শূন্য ১ শতাংশ।

করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ১২ জানুয়ারি ঢাকার সঙ্গে রাঙামাটি জেলাকেও ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ এবং রাঙামাটিতে ১০ শতাংশ জানানো হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত