শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
জরাজীর্ণ একটি ঝুপড়িঘরে দিন কাটছে শেরপুরের শ্রবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের উত্তর মাটিয়াকুড়া গ্রামের বৃদ্ধা জবিলা খাতুনের (৯২)। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, বিছানায় শুয়ে-বসে দিন কাটে তাঁর; কিন্তু সামান্য ঝড়-বৃষ্টিতে ওই জরাজীর্ণ ঘরে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন তিনি। এই বিড়ম্বনা থেকে রক্ষা পেতে সরকারের কাছে একটি ঘর চেয়েছেন তিনি।
জবিলা খাতুন ওই এলাকার মৃত নুশে খাঁর স্ত্রী। প্রায় তিন যুগ আগে তাঁর স্বামী মারা গেছেন। তাঁর এক ছেলে আবদুর রহিম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রহিম ঢাকায় থাকায় তাঁর ছেলে মো. মালেক দাদি জবিলার দেখাশোনা করেন।
সরেজমিনে দেখা গেছে, ছোট্ট একটি টিনের ঝুপড়িতে ভাঙা চৌকিতে অসহায়ভাবে শুয়ে রয়েছেন শতবর্ষী বৃদ্ধা জবিলা খাতুন। ঘরের বেড়া নেই। ওপরে দেওয়া হয়েছে ছেঁড়া পলিথিনের ছাউনি। দেখেই বোঝা যায় মানবেতর জীবনযাপন করেন বৃদ্ধা জবিলা খাতুন।
জবিলার নাতি মালেক বলেন, ‘আমি দরিদ্র মানুষ, রিকশা চালাই, একটি মাত্র ঘরে আমরা দুই ভাই থাকি। আমার পরিবারে তিন ছেলে ও দুই মেয়ে আছে। আমার দাদিসহ আটজনের পরিবার চালাতে হিমশিম খাচ্ছি। যেখানে ভাত জোগাড় করাই কঠিন, সেখানে ঘর দোব কীভাবে। সরকার যদি আমাগো সাহায্য করত, তবে একটু ভালোভাবে থাকতে পারতাম।’
জবিলার নাত উ ফাতেমা বলেন, ‘যদি আমাদের কেউ একটা ঘর দিত তা হলে আমার দাদি শাশুড়ি শেষ বয়সে একটু হলেও শান্তিতে থাকতে পারতেন।’
প্রতিবেশী মো. লিটন বলেন, বৃদ্ধা জবিলা খুবই মানবেতর জীবনযাপন করছেন। সরকারিভাবে একটি ঘর নির্মাণ করে দিলে খুব ভালো হতো তাঁদের জন্য।
গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক বলেন, ‘আমরা এই বৃদ্ধার ব্যাপারে জানতাম না। আপনাদের মাধ্যমে জানলাম। ইউনিয়ন পরিষদের সব সুবিধা পাওয়ার ব্যবস্থা তাঁকে করে দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, শিগগিরই তিনি বৃদ্ধা জবিলা খাতুনকে দেখতে যাবেন। তাঁর জরাজীর্ণ ঘরটি মেরামত বা সংস্কার করাসহ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
জরাজীর্ণ একটি ঝুপড়িঘরে দিন কাটছে শেরপুরের শ্রবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের উত্তর মাটিয়াকুড়া গ্রামের বৃদ্ধা জবিলা খাতুনের (৯২)। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, বিছানায় শুয়ে-বসে দিন কাটে তাঁর; কিন্তু সামান্য ঝড়-বৃষ্টিতে ওই জরাজীর্ণ ঘরে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন তিনি। এই বিড়ম্বনা থেকে রক্ষা পেতে সরকারের কাছে একটি ঘর চেয়েছেন তিনি।
জবিলা খাতুন ওই এলাকার মৃত নুশে খাঁর স্ত্রী। প্রায় তিন যুগ আগে তাঁর স্বামী মারা গেছেন। তাঁর এক ছেলে আবদুর রহিম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রহিম ঢাকায় থাকায় তাঁর ছেলে মো. মালেক দাদি জবিলার দেখাশোনা করেন।
সরেজমিনে দেখা গেছে, ছোট্ট একটি টিনের ঝুপড়িতে ভাঙা চৌকিতে অসহায়ভাবে শুয়ে রয়েছেন শতবর্ষী বৃদ্ধা জবিলা খাতুন। ঘরের বেড়া নেই। ওপরে দেওয়া হয়েছে ছেঁড়া পলিথিনের ছাউনি। দেখেই বোঝা যায় মানবেতর জীবনযাপন করেন বৃদ্ধা জবিলা খাতুন।
জবিলার নাতি মালেক বলেন, ‘আমি দরিদ্র মানুষ, রিকশা চালাই, একটি মাত্র ঘরে আমরা দুই ভাই থাকি। আমার পরিবারে তিন ছেলে ও দুই মেয়ে আছে। আমার দাদিসহ আটজনের পরিবার চালাতে হিমশিম খাচ্ছি। যেখানে ভাত জোগাড় করাই কঠিন, সেখানে ঘর দোব কীভাবে। সরকার যদি আমাগো সাহায্য করত, তবে একটু ভালোভাবে থাকতে পারতাম।’
জবিলার নাত উ ফাতেমা বলেন, ‘যদি আমাদের কেউ একটা ঘর দিত তা হলে আমার দাদি শাশুড়ি শেষ বয়সে একটু হলেও শান্তিতে থাকতে পারতেন।’
প্রতিবেশী মো. লিটন বলেন, বৃদ্ধা জবিলা খুবই মানবেতর জীবনযাপন করছেন। সরকারিভাবে একটি ঘর নির্মাণ করে দিলে খুব ভালো হতো তাঁদের জন্য।
গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক বলেন, ‘আমরা এই বৃদ্ধার ব্যাপারে জানতাম না। আপনাদের মাধ্যমে জানলাম। ইউনিয়ন পরিষদের সব সুবিধা পাওয়ার ব্যবস্থা তাঁকে করে দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, শিগগিরই তিনি বৃদ্ধা জবিলা খাতুনকে দেখতে যাবেন। তাঁর জরাজীর্ণ ঘরটি মেরামত বা সংস্কার করাসহ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে