নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘গত শুক্রবারে মুরগি দেইখা গেলাম ১৪০ টাকা কেজি। টাকা ছিল না, তাই কিনি নাই। আজকে কিনতে আইসা দেখি দাম কেজিতে ২০ টাকা বাড়ছে।’ রাজধানীর রামপুরা বাজারে গতকাল শুক্রবার সপ্তাহের কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী মনোয়ার হোসেন এভাবেই বলছিলেন। আজকের পত্রিকাকে মনোয়ার জানান, প্রতি সপ্তাহেই বাজারে এসে তিনি দেখেন, দু-একটি পণ্যের দাম সামান্য কমে বটে, কিন্তু বিপরীতে বেড়ে যায় চার-পাঁচটির দাম। তাই দু-একটির কম দামে স্বস্তি মেলার বদলে চার-পাঁচটির মূল্যবৃদ্ধিতে গলদঘর্ম হতে হয়। এ সপ্তাহেও এর ব্যতিক্রম ঘটেনি।
একনিশ্বাসে মনোয়ার বলে যান, ‘টমেটোর দাম এই সপ্তাহে একটু কমছে। কিন্তু ডিম, মুরগি, গুঁড়া দুধ এমনকি আলুর দাম পর্যন্ত বাইড়া গেছে।’
রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল ঘুরে মনোয়ার হোসেনের কথার সত্যতা মিলল। রামপুরা, রায়েরবাজার ও মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায়, মুরগির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১৫-২০ টাকা। গত শুক্রবার ব্রয়লার মুরগির দাম ছিল কেজি ১৪০-১৫৫ টাকা। আর এ সপ্তাহে সেটা ১৬০-১৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফার্মের মুরগির লাল ডিম গত সপ্তাহে বিক্রি হয়েছে ১১২-১২০ টাকা ডজন। এ সপ্তাহে সেটা ১১৫-১২৫ টাকা করে। কোম্পানিভেদে গুঁড়া দুধ প্রতি কেজি ৮৫০-৮৬০ টাকা থেকে বেড়ে ৮৬০-৮৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সবজির বাজারে স্বস্তি নিয়ে এসেছে টমেটো ও শসা, দাম কেজিতে ২০-২৫ টাকা করে কমেছে। গত সপ্তাহে পাকা টমেটো ৭০-৯০ টাকা, শসা ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছিল। এ সপ্তাহে পাকা টমেটো ৫০-৬০ টাকা ও শসা ৪০-৫০ টাকায় নেমে এসেছে। তবে ফুলকপি, বাঁধাকপি ও শিমের দাম কিছুটা বেড়েছে। গত শুক্রবার ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ২০-৩০ টাকা এবং শিম (জাতভেদে) ১৮-৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ সপ্তাহে ফুলকপি-বাঁধাকপি জাত ও আকারভেদে ২৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর শিম ৩০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তবে আলুর দাম ৫-৮ টাকা বেড়ে ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। সবজির দাম বেড়ে যাওয়া নিয়ে বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় সবজির সরবরাহ কম। তাই দাম বেড়েছে। রাজধানীর মোহাম্মদপুরের সবজি বিক্রেতা আজিজ মিয়া বলেন, ‘কুয়াশার কারণে শুনছি সবজি কম আসতিছে। তাই হয়তো দাম বাড়তিছে।’
‘গত শুক্রবারে মুরগি দেইখা গেলাম ১৪০ টাকা কেজি। টাকা ছিল না, তাই কিনি নাই। আজকে কিনতে আইসা দেখি দাম কেজিতে ২০ টাকা বাড়ছে।’ রাজধানীর রামপুরা বাজারে গতকাল শুক্রবার সপ্তাহের কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী মনোয়ার হোসেন এভাবেই বলছিলেন। আজকের পত্রিকাকে মনোয়ার জানান, প্রতি সপ্তাহেই বাজারে এসে তিনি দেখেন, দু-একটি পণ্যের দাম সামান্য কমে বটে, কিন্তু বিপরীতে বেড়ে যায় চার-পাঁচটির দাম। তাই দু-একটির কম দামে স্বস্তি মেলার বদলে চার-পাঁচটির মূল্যবৃদ্ধিতে গলদঘর্ম হতে হয়। এ সপ্তাহেও এর ব্যতিক্রম ঘটেনি।
একনিশ্বাসে মনোয়ার বলে যান, ‘টমেটোর দাম এই সপ্তাহে একটু কমছে। কিন্তু ডিম, মুরগি, গুঁড়া দুধ এমনকি আলুর দাম পর্যন্ত বাইড়া গেছে।’
রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল ঘুরে মনোয়ার হোসেনের কথার সত্যতা মিলল। রামপুরা, রায়েরবাজার ও মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায়, মুরগির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১৫-২০ টাকা। গত শুক্রবার ব্রয়লার মুরগির দাম ছিল কেজি ১৪০-১৫৫ টাকা। আর এ সপ্তাহে সেটা ১৬০-১৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফার্মের মুরগির লাল ডিম গত সপ্তাহে বিক্রি হয়েছে ১১২-১২০ টাকা ডজন। এ সপ্তাহে সেটা ১১৫-১২৫ টাকা করে। কোম্পানিভেদে গুঁড়া দুধ প্রতি কেজি ৮৫০-৮৬০ টাকা থেকে বেড়ে ৮৬০-৮৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সবজির বাজারে স্বস্তি নিয়ে এসেছে টমেটো ও শসা, দাম কেজিতে ২০-২৫ টাকা করে কমেছে। গত সপ্তাহে পাকা টমেটো ৭০-৯০ টাকা, শসা ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছিল। এ সপ্তাহে পাকা টমেটো ৫০-৬০ টাকা ও শসা ৪০-৫০ টাকায় নেমে এসেছে। তবে ফুলকপি, বাঁধাকপি ও শিমের দাম কিছুটা বেড়েছে। গত শুক্রবার ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ২০-৩০ টাকা এবং শিম (জাতভেদে) ১৮-৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ সপ্তাহে ফুলকপি-বাঁধাকপি জাত ও আকারভেদে ২৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর শিম ৩০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তবে আলুর দাম ৫-৮ টাকা বেড়ে ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। সবজির দাম বেড়ে যাওয়া নিয়ে বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় সবজির সরবরাহ কম। তাই দাম বেড়েছে। রাজধানীর মোহাম্মদপুরের সবজি বিক্রেতা আজিজ মিয়া বলেন, ‘কুয়াশার কারণে শুনছি সবজি কম আসতিছে। তাই হয়তো দাম বাড়তিছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে