রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের সামনে ৭ হাজারের বেশি মানুষ জড়ো করে যত্ন প্রকল্পের টাকা দেওয়ায় উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। গতকাল বৃহস্পতিবার টাকা নিতে আসা মায়েদের মুখে ছিল না মাস্ক। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন টাকা দেওয়ার শেষ দিন থাকায় তাঁদের কিছুই করার ছিল না।
ছিন্নমূল পরিবারের শিশুদের নিবিড় পরিচর্যা ও যত্ন নিতে রৌমারীতে ৭ হাজার ৩২৮ জন মাকে ন্যূনতম ৭০০ টাকা করে দিচ্ছে সরকার। ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) এর যত্ন প্রকল্পের আওতায় মায়েদের মোবাইল ফোনে টাকা দেওয়ার কথা। কিন্তু উপজেলা পরিষদের সামনে জড়ো করে এ টাকা দেওয়া হয়েছে।
জানা গেছে, গতকাল রৌমারী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদের’ মাধ্যমে এ সহায়তার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, শিশুদের পরিচর্যার জন্য যত্ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। যত্ন প্রকল্পের আওতায় গর্ভবতী মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুর মায়েদের সুবিধাভোগী হিসেবে তালিকা প্রণয়ন করা হয়। এরপর যাচাই বাছাই করে চূড়ান্ত করে ডাকঘরের মোবাইল ব্যাংকিং নগদে পাঠানোর কথা রয়েছে।
যত্ন প্রকল্পের এসপিএ খায়রুন নেসা বলেন, প্রকল্পের প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করতে ও ফিঙ্গার প্রিন্ট নিতে এবার মোবাইলে টাকা দেওয়া হয়নি। তা ছাড়া ২ ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার চাপ ছিল। তাই দিতে হয়েছে। এতে স্বাস্থ্যবিধি কিছুটা লঙ্ঘিত হয়েছে। তবে আমাদের কিছু করার ছিল না।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের সামনে ৭ হাজারের বেশি মানুষ জড়ো করে যত্ন প্রকল্পের টাকা দেওয়ায় উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। গতকাল বৃহস্পতিবার টাকা নিতে আসা মায়েদের মুখে ছিল না মাস্ক। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন টাকা দেওয়ার শেষ দিন থাকায় তাঁদের কিছুই করার ছিল না।
ছিন্নমূল পরিবারের শিশুদের নিবিড় পরিচর্যা ও যত্ন নিতে রৌমারীতে ৭ হাজার ৩২৮ জন মাকে ন্যূনতম ৭০০ টাকা করে দিচ্ছে সরকার। ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) এর যত্ন প্রকল্পের আওতায় মায়েদের মোবাইল ফোনে টাকা দেওয়ার কথা। কিন্তু উপজেলা পরিষদের সামনে জড়ো করে এ টাকা দেওয়া হয়েছে।
জানা গেছে, গতকাল রৌমারী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদের’ মাধ্যমে এ সহায়তার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, শিশুদের পরিচর্যার জন্য যত্ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। যত্ন প্রকল্পের আওতায় গর্ভবতী মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুর মায়েদের সুবিধাভোগী হিসেবে তালিকা প্রণয়ন করা হয়। এরপর যাচাই বাছাই করে চূড়ান্ত করে ডাকঘরের মোবাইল ব্যাংকিং নগদে পাঠানোর কথা রয়েছে।
যত্ন প্রকল্পের এসপিএ খায়রুন নেসা বলেন, প্রকল্পের প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করতে ও ফিঙ্গার প্রিন্ট নিতে এবার মোবাইলে টাকা দেওয়া হয়নি। তা ছাড়া ২ ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার চাপ ছিল। তাই দিতে হয়েছে। এতে স্বাস্থ্যবিধি কিছুটা লঙ্ঘিত হয়েছে। তবে আমাদের কিছু করার ছিল না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে