হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতাসহ ৪০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নির্দেশ দেন। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। তিনি বলেন, গত বছর ২২ ডিসেম্বর শহরের শায়েস্তানগর নিজ কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে সমাবেশের আয়োজন করে বিএনপি। অনুমতি না নিয়ে সমাবেশের আয়োজন করায় পুলিশ বাধা দেয়।
একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় কয়েকশ নেতা-কর্মী আহত হন।
এ ঘটনার ২৪ ডিসেম্বর হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ৭০ জন বিএনপি নেতা–কর্মীর নাম উল্লেখ করে দুই হাজার জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় ৪০ নেতা-কর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। মঙ্গলবার ৬ সপ্তাহের জামিন শেষ হওয়ায় নেতা-কর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আবুল হাসিম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিমসহ আরও আনেকে।
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতাসহ ৪০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নির্দেশ দেন। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। তিনি বলেন, গত বছর ২২ ডিসেম্বর শহরের শায়েস্তানগর নিজ কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে সমাবেশের আয়োজন করে বিএনপি। অনুমতি না নিয়ে সমাবেশের আয়োজন করায় পুলিশ বাধা দেয়।
একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় কয়েকশ নেতা-কর্মী আহত হন।
এ ঘটনার ২৪ ডিসেম্বর হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ৭০ জন বিএনপি নেতা–কর্মীর নাম উল্লেখ করে দুই হাজার জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় ৪০ নেতা-কর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। মঙ্গলবার ৬ সপ্তাহের জামিন শেষ হওয়ায় নেতা-কর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আবুল হাসিম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিমসহ আরও আনেকে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে