Ajker Patrika

বাড়ি আনার পথে স্ত্রী খুন লাশের খোঁজ জানাল স্বামী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫: ৫২
বাড়ি আনার পথে স্ত্রী খুন লাশের খোঁজ জানাল স্বামী

শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনার পথে স্ত্রীকে খুন করে ধান খেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে মামি শাশুড়িকে ফোন করে নিহতের মরদেহের সন্ধান দেন খুনি।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে লালমাই পাহাড়ের পাদদেশের একটি ধানের জমি থেকে ফারজানা অক্তার (২৮) নামের ওই তরুণীর হাত-মুখ বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই তাঁর স্বামী পলাতক বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফারজানা কুমিল্লা আদর্শ সদরের কালিরবাজার ইউনিয়নের আলেখারচর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি পাশের অলিপুর এলাকার বাসিন্দা অটোরিকশার চালক ইকবালের স্ত্রী।

জানা যায়, ইকবাল চার দিন আগে (১৯ এপ্রিল) একটি চুরি মামলায় জেল থেকে জামিনে বেরিয়ে আসেন। গত শনিবার বিকেলে স্ত্রীকে তাঁর বাবার বাড়ি আলেখারচর থেকে নিজের বাড়িতে নিয়ে আসার উদ্দেশে রওনা হন। গতকাল রোববার সকাল ৯টায় মামি শাশুড়িকে ফোন করে ইকবাল জানান, ‘ফারজানাকে কে বা কারা হত্যা করে ধান খেতে ফেলে রেখেছে’।

এদিকে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে ফারজানার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউল আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।

ফারজানার চাচা হাফিজুল ইসলাম জানান, ইকবাল নেশা করত। এ নিয়ে ফারজানার সঙ্গে প্রায় ঝগড়াঝাঁটি করত। সম্প্রতি একটি অটোরিকশা চুরির মামলায় ইকবাল জেল থেকে বেরিয়ে আসে। গত শনিবার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে নেওয়ার কথা বলে হত্যা করে।

নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। লাশের মাথায় বড় বড় আঘাতের চিহ্ন। তাঁর হাত ওড়না দিয়ে বাঁধা, আর মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার বলেন, ইকবাল নেশা করত। তাঁর বিরুদ্ধে মাদক-চুরিসহ একাধিক মামলা রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত