সম্পাদকীয়
সপ্তাহখানেক পরেই (৫ নভেম্বর) জানা যাবে কে হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবারের নির্বাচনে প্রধান দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কঠিন লড়াই হবে বলে অনুমান করা হচ্ছে। জনমত জরিপে ট্রাম্পের তুলনায় কমলা সামান্য এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই শোনা যাচ্ছে।
সর্বোচ্চ ভোট পেলেই কেউ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন, তার নিশ্চয়তা নেই। কারণ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি ভোটারদের রায়ের বদলে ‘ইলেকটোরাল কলেজ’ পদ্ধতিতে বিজয়ী বেছে নেওয়া হয়।
এই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে মানুষের ভোটে (পপুলার ভোট) জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সব কটি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে যাবেন।
লেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০ বা তার বেশি ইলেকটোরাল কলেজ ভোট পান, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফলে পপুলার ভোটের পাশাপাশি এই ইলেকটোরাল কলেজের দিকেও নজর রাখতে হয় প্রার্থীদের। বিভিন্ন জরিপে ইঙ্গিত মিলছে, পপুলার ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ট্রাম্প। এর আগে গত আট নির্বাচনের মধ্যে সাতটিতেই সর্বোচ্চসংখ্যক ভোট পান ডেমোক্র্যাটরা।
কিন্তু এই পপুলার ভোটের কল্যাণে সব সময় হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিতে পারেনি দলটি। ফলে ভবিষ্যতেও যে এর পুনরাবৃত্তি হবে না; তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। এবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলার জন্য একটি বাড়তি সমস্যাও আছে। তিনি একজন নারী। নারীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে আমেরিকা নাকি এখনো প্রস্তুত নয়। মেয়েদের জন্য মার্কিন সমাজের এই যে অদৃশ্য বাধা, সেটা হিলারি ক্লিনটন ভাঙতে পারেননি। কমলা হ্যারিস পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
কমলার জন্য ইতিবাচক এটাই যে তিনি এমন একজনের (ট্রাম্প) বিরুদ্ধে লড়ছেন, যিনি দুবার কংগ্রেসে অভিশংসিত হয়েছেন এবং ৩৪ দফা ফৌজদারি অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন। রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তি মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।
কিন্তু তহবিল সংগ্রহে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা। কমলার পক্ষে ভোটের জন্য অর্থ সংগ্রহ হয়েছে ১৮০ কোটি ডলার। অন্যদিকে ট্রাম্পের ২০২২ সাল থেকে এ পর্যন্ত সংগ্রহ ১০০ কোটি ডলার। ফলে কমলার পক্ষ থেকে নির্বাচনী খরচের জন্য হাত খুলে ব্যয় করা হচ্ছে।
বিগত কয়েকটি নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভোটাররা অপতথ্যের ছড়াছড়ি দেখেছেন। এবার অর্থকড়ির ছড়াছড়িও দেখছেন তাঁরা। সর্বশেষ ১৬ দিনে দুই প্রার্থী ব্যয় করেছেন ৫০ কোটি মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের ইলন মাস্ক এবার ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। ট্রাম্পের জন্য তিনি বরাদ্দ রেখেছেন ১১ কোটি ৯০ লাখ ডলার।
অন্যদিকে কমলার পক্ষে ভোটের মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে দুই মেয়াদে দায়িত্ব পালন করা ওবামাকে এখনো মার্কিন রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। দেখা যাক, জয়ের মালা কার গলায় ঝোলে।
সপ্তাহখানেক পরেই (৫ নভেম্বর) জানা যাবে কে হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবারের নির্বাচনে প্রধান দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কঠিন লড়াই হবে বলে অনুমান করা হচ্ছে। জনমত জরিপে ট্রাম্পের তুলনায় কমলা সামান্য এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই শোনা যাচ্ছে।
সর্বোচ্চ ভোট পেলেই কেউ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন, তার নিশ্চয়তা নেই। কারণ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি ভোটারদের রায়ের বদলে ‘ইলেকটোরাল কলেজ’ পদ্ধতিতে বিজয়ী বেছে নেওয়া হয়।
এই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে মানুষের ভোটে (পপুলার ভোট) জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সব কটি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে যাবেন।
লেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০ বা তার বেশি ইলেকটোরাল কলেজ ভোট পান, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফলে পপুলার ভোটের পাশাপাশি এই ইলেকটোরাল কলেজের দিকেও নজর রাখতে হয় প্রার্থীদের। বিভিন্ন জরিপে ইঙ্গিত মিলছে, পপুলার ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ট্রাম্প। এর আগে গত আট নির্বাচনের মধ্যে সাতটিতেই সর্বোচ্চসংখ্যক ভোট পান ডেমোক্র্যাটরা।
কিন্তু এই পপুলার ভোটের কল্যাণে সব সময় হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিতে পারেনি দলটি। ফলে ভবিষ্যতেও যে এর পুনরাবৃত্তি হবে না; তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। এবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলার জন্য একটি বাড়তি সমস্যাও আছে। তিনি একজন নারী। নারীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে আমেরিকা নাকি এখনো প্রস্তুত নয়। মেয়েদের জন্য মার্কিন সমাজের এই যে অদৃশ্য বাধা, সেটা হিলারি ক্লিনটন ভাঙতে পারেননি। কমলা হ্যারিস পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
কমলার জন্য ইতিবাচক এটাই যে তিনি এমন একজনের (ট্রাম্প) বিরুদ্ধে লড়ছেন, যিনি দুবার কংগ্রেসে অভিশংসিত হয়েছেন এবং ৩৪ দফা ফৌজদারি অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন। রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তি মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।
কিন্তু তহবিল সংগ্রহে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা। কমলার পক্ষে ভোটের জন্য অর্থ সংগ্রহ হয়েছে ১৮০ কোটি ডলার। অন্যদিকে ট্রাম্পের ২০২২ সাল থেকে এ পর্যন্ত সংগ্রহ ১০০ কোটি ডলার। ফলে কমলার পক্ষ থেকে নির্বাচনী খরচের জন্য হাত খুলে ব্যয় করা হচ্ছে।
বিগত কয়েকটি নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভোটাররা অপতথ্যের ছড়াছড়ি দেখেছেন। এবার অর্থকড়ির ছড়াছড়িও দেখছেন তাঁরা। সর্বশেষ ১৬ দিনে দুই প্রার্থী ব্যয় করেছেন ৫০ কোটি মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের ইলন মাস্ক এবার ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। ট্রাম্পের জন্য তিনি বরাদ্দ রেখেছেন ১১ কোটি ৯০ লাখ ডলার।
অন্যদিকে কমলার পক্ষে ভোটের মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে দুই মেয়াদে দায়িত্ব পালন করা ওবামাকে এখনো মার্কিন রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। দেখা যাক, জয়ের মালা কার গলায় ঝোলে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪