বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেকটা পথ পেরিয়ে এল শিরোনামহীন। ১৯৯৬ সালে শহর ঢাকায় যে ব্যান্ডটির যাত্রা শুরু, তা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি কোণে। এ বছরের ১৪ এপ্রিল শিরোনামহীন পূর্ণ করল ২৫ বছর। সিলভার জুবিলী উপলক্ষে বছরব্যাপী থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সবচেয়ে বড় চমক ‘দ্য অনলি হেডলাইনার’ নামের কনসার্ট। যেখানে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’। জানা গেছে, ব্র্যান্ডমিথের আয়োজনে আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও ওই কনসার্টে শিরোনামহীনকে সঙ্গ দেবেন বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। বেজবাবা সুমন, বাপ্পা মজুমদার, রাফা, তূর্য, পলাশসহ অনেকেই কেউ গেয়ে, কেউ বাজিয়ে অংশ নেবেন শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টে।
শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নস এর বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। তবে নানা কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য আগে হয়নি।’
ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজী আহমেদ শাফিন জানান, ‘এ আয়োজনের জন্য গত ছয় মাস অনেক পরিশ্রম করেছি আমরা। আমার বিশ্বাস, ওই কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’
শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট—সবই দেশের সর্বোচ্চ মানের। চতুর্থ জেনারেশনের এলইডি ম্যাপিংয়ের কারণে কনসার্টটির ভিজিয়ালাইজেশন হবে অন্য মাত্রার। তবে শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকিটের মূল্য সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডমিথ। রেগুলার টিকিটের মূল্য ৫৯৯ টাকা আর ভিআইপি টিকিট পাওয়া যাবে ১৪৯৯ টাকায়।
কিছুদিন আগে গান গাইতে প্রথমবারের মতো ফ্রান্সে গিয়েছিল ব্যান্ড শিরোনামহীন। সে অভিজ্ঞতা জানিয়ে জিয়া বলেন, ‘প্যারিসে আমরা গিয়েছিলাম বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে। সেখানে আমরা দুটি লাইভ পারফর্ম করার সুযোগ পেয়েছি। জয় বাংলা নামের একটি কনসার্টেও গেয়েছি। ফ্রান্স আর্টিস্টদের জায়গা। ওখানে আমরা রয়্যাল ফিলহারমোনিক সোসাইটির সাথে একটা কোলাবোরেট করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল।’
নতুন অ্যালবাম
‘পারফিউম’ নামে ষষ্ঠ অ্যালবাম প্রস্তুত করছে শিরোনামহীন। এরই মধ্যে শেষ হয়েছে অ্যালবামের একই শিরোনামের গানটির সংগীতচিত্রের শুটিং। ‘পারফিউম’ নামের গানটি ২৫ বছর পূর্তি কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। ব্যান্ডের অন্যতম সদস্য জিয়া জানিয়েছেন, নতুন অ্যালবামে গান থাকবে ৮টি।
জানা অজানা
জনপ্রিয় ১০ গান
অনেকটা পথ পেরিয়ে এল শিরোনামহীন। ১৯৯৬ সালে শহর ঢাকায় যে ব্যান্ডটির যাত্রা শুরু, তা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি কোণে। এ বছরের ১৪ এপ্রিল শিরোনামহীন পূর্ণ করল ২৫ বছর। সিলভার জুবিলী উপলক্ষে বছরব্যাপী থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সবচেয়ে বড় চমক ‘দ্য অনলি হেডলাইনার’ নামের কনসার্ট। যেখানে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’। জানা গেছে, ব্র্যান্ডমিথের আয়োজনে আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও ওই কনসার্টে শিরোনামহীনকে সঙ্গ দেবেন বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। বেজবাবা সুমন, বাপ্পা মজুমদার, রাফা, তূর্য, পলাশসহ অনেকেই কেউ গেয়ে, কেউ বাজিয়ে অংশ নেবেন শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টে।
শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নস এর বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। তবে নানা কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য আগে হয়নি।’
ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজী আহমেদ শাফিন জানান, ‘এ আয়োজনের জন্য গত ছয় মাস অনেক পরিশ্রম করেছি আমরা। আমার বিশ্বাস, ওই কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’
শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট—সবই দেশের সর্বোচ্চ মানের। চতুর্থ জেনারেশনের এলইডি ম্যাপিংয়ের কারণে কনসার্টটির ভিজিয়ালাইজেশন হবে অন্য মাত্রার। তবে শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকিটের মূল্য সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডমিথ। রেগুলার টিকিটের মূল্য ৫৯৯ টাকা আর ভিআইপি টিকিট পাওয়া যাবে ১৪৯৯ টাকায়।
কিছুদিন আগে গান গাইতে প্রথমবারের মতো ফ্রান্সে গিয়েছিল ব্যান্ড শিরোনামহীন। সে অভিজ্ঞতা জানিয়ে জিয়া বলেন, ‘প্যারিসে আমরা গিয়েছিলাম বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে। সেখানে আমরা দুটি লাইভ পারফর্ম করার সুযোগ পেয়েছি। জয় বাংলা নামের একটি কনসার্টেও গেয়েছি। ফ্রান্স আর্টিস্টদের জায়গা। ওখানে আমরা রয়্যাল ফিলহারমোনিক সোসাইটির সাথে একটা কোলাবোরেট করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল।’
নতুন অ্যালবাম
‘পারফিউম’ নামে ষষ্ঠ অ্যালবাম প্রস্তুত করছে শিরোনামহীন। এরই মধ্যে শেষ হয়েছে অ্যালবামের একই শিরোনামের গানটির সংগীতচিত্রের শুটিং। ‘পারফিউম’ নামের গানটি ২৫ বছর পূর্তি কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। ব্যান্ডের অন্যতম সদস্য জিয়া জানিয়েছেন, নতুন অ্যালবামে গান থাকবে ৮টি।
জানা অজানা
জনপ্রিয় ১০ গান
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪