শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার চর-গোয়ালপাড়া, সাহেবপাড়া ও বাগবাড়িয়া গ্রামে গত বুধবার সামাজিক দলাদলি ও সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে জয়-পরাজয়কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডলের বাড়িসহ তাঁর সমর্থকদের কমপক্ষে ৪০টি বাড়ি-ঘরে ভাঙচুর চালানো হয়েছে। এমনকি ঘরের আসবাবপত্র ও টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটেছে।
শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী মন্নু মণ্ডল ও তাঁর সহযোগী বিএনপি নেতা সিরাজ মণ্ডলের সমর্থকেরা এক জোট হয়ে এই হামলা চালিয়েছে। বেলা ১টার দিকে সিরাজ মণ্ডল এবং মন্নু মণ্ডলের নেতৃত্বে আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করা হয়। আমি থানায় ফোন করলে পুলিশ এসে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরপর আবার বেলা আড়াইটার দিকে পাশের দুই গ্রাম থেকে লোক এনে আমার সমর্থকদের কমপক্ষে ৪০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
তিনি আক্ষেপ করে আরও বলেন, ৩৭ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা এলাকায় গন্ডগোল চাই না। অথচ বিএনপির লোকজন এক জোট হয়ে আমাদের আওয়ামী লীগের লোকজনের বাড়ি-ঘরই ভেঙে দিল।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে বেলা বারোটার দিকে বদিয়ার মণ্ডলের প্রতিপক্ষ জাহাঙ্গীর হোসেন শ্রীপুর থেকে মোটরসাইকেলযোগে সাহেবপাড়া গ্রামের নিজ বাড়িতে আসার পথে বদিয়ার মণ্ডলের সমর্থকেরা তাঁকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখান তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে তিনটি গ্রাম ঘুর দেখা গেছে অধিকাংশ ঘরের টিনের বেড়া রামদা দিয়ে কুপিয়ে ছিন্ন ভিন্ন করা হয়েছে। এ সময় এলাকায় কোনো পুরুষ লোকদের দেখা পাওয়া যায়নি। শুধুমাত্র মহিলারাই তাঁদের বাড়িতে অবস্থান করছেন। তবে ঘটনাকে কেন্দ্র করে পুলিশের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সংঘর্ষ চলাকালে রোকেয়া বেগম নামে এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, ইরান বিশ্বাস, মাহবুব মণ্ডল, হাবিব মণ্ডল, সুলতান বিশ্বাস, আমিরুল, আউয়াল, নব জেল, সোহেল, রুবেল, মাহমুদ বিশ্বাস, মহাবুব, উজির শেখ, আমিরুল শেখ, সাইদুল শেখ, আসাদুল শেখ, সুলতানের বাড়িসহ ৪০টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় রোকেয়া বেগম ছাড়া তেমন কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মতামত জানতে অভিযুক্ত মন্নু মণ্ডল ও সিরাজ মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। এ সময় তাঁদের বাড়িতে কোনো মানুষের দেখা মেলেনি।
এদিকে বিকেল সোয়া ৫টার দিকে ঘটনা পরিদর্শনে আসেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান। ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে অফিশিয়াল কোনো মন্তব্য করতে পারছি না। তবে মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ এনে এখানে মোতায়েন করা হয়েছে। প্রথমে বেলা ১টার দিকে এবং পরে বিকেল আড়াইটার দিকে দু দফা এ হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা-পুলিশ প্রথম হিমশিম খায়। পরে মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয়পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার চর-গোয়ালপাড়া, সাহেবপাড়া ও বাগবাড়িয়া গ্রামে গত বুধবার সামাজিক দলাদলি ও সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে জয়-পরাজয়কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডলের বাড়িসহ তাঁর সমর্থকদের কমপক্ষে ৪০টি বাড়ি-ঘরে ভাঙচুর চালানো হয়েছে। এমনকি ঘরের আসবাবপত্র ও টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটেছে।
শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী মন্নু মণ্ডল ও তাঁর সহযোগী বিএনপি নেতা সিরাজ মণ্ডলের সমর্থকেরা এক জোট হয়ে এই হামলা চালিয়েছে। বেলা ১টার দিকে সিরাজ মণ্ডল এবং মন্নু মণ্ডলের নেতৃত্বে আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করা হয়। আমি থানায় ফোন করলে পুলিশ এসে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরপর আবার বেলা আড়াইটার দিকে পাশের দুই গ্রাম থেকে লোক এনে আমার সমর্থকদের কমপক্ষে ৪০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
তিনি আক্ষেপ করে আরও বলেন, ৩৭ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা এলাকায় গন্ডগোল চাই না। অথচ বিএনপির লোকজন এক জোট হয়ে আমাদের আওয়ামী লীগের লোকজনের বাড়ি-ঘরই ভেঙে দিল।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে বেলা বারোটার দিকে বদিয়ার মণ্ডলের প্রতিপক্ষ জাহাঙ্গীর হোসেন শ্রীপুর থেকে মোটরসাইকেলযোগে সাহেবপাড়া গ্রামের নিজ বাড়িতে আসার পথে বদিয়ার মণ্ডলের সমর্থকেরা তাঁকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখান তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে তিনটি গ্রাম ঘুর দেখা গেছে অধিকাংশ ঘরের টিনের বেড়া রামদা দিয়ে কুপিয়ে ছিন্ন ভিন্ন করা হয়েছে। এ সময় এলাকায় কোনো পুরুষ লোকদের দেখা পাওয়া যায়নি। শুধুমাত্র মহিলারাই তাঁদের বাড়িতে অবস্থান করছেন। তবে ঘটনাকে কেন্দ্র করে পুলিশের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সংঘর্ষ চলাকালে রোকেয়া বেগম নামে এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, ইরান বিশ্বাস, মাহবুব মণ্ডল, হাবিব মণ্ডল, সুলতান বিশ্বাস, আমিরুল, আউয়াল, নব জেল, সোহেল, রুবেল, মাহমুদ বিশ্বাস, মহাবুব, উজির শেখ, আমিরুল শেখ, সাইদুল শেখ, আসাদুল শেখ, সুলতানের বাড়িসহ ৪০টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় রোকেয়া বেগম ছাড়া তেমন কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মতামত জানতে অভিযুক্ত মন্নু মণ্ডল ও সিরাজ মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। এ সময় তাঁদের বাড়িতে কোনো মানুষের দেখা মেলেনি।
এদিকে বিকেল সোয়া ৫টার দিকে ঘটনা পরিদর্শনে আসেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান। ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে অফিশিয়াল কোনো মন্তব্য করতে পারছি না। তবে মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ এনে এখানে মোতায়েন করা হয়েছে। প্রথমে বেলা ১টার দিকে এবং পরে বিকেল আড়াইটার দিকে দু দফা এ হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা-পুলিশ প্রথম হিমশিম খায়। পরে মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয়পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে