হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
দেখতে অনেকটা কালিজিরা ধানের মতো। গন্ধেও মনকাড়া। ব্রি-৮০ নামের নতুন জাতের এই ধান রোপা আমন মৌসুমে চাষ করা হয়। হাতিয়ায় এবারই প্রথম এ ধানের চাষ করা হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো।
জাতীয় বীজ বোর্ড ২০১৭ সালের এপ্রিল মাসে নতুন উদ্ভাবন করা ব্রি-৮০ ধানের বীজ চাষাবাদের জন্য অনুমোদন দেয়। সে অনুযায়ী উপজেলা কৃষি অফিস এ বছর হাতিয়ায় ৫৪০ হেক্টর জমিতে এই ধান চাষাবাদের জন্য বিনা মূল্যে বীজ সরবরাহ করে। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে কৃষকপ্রতি ১০ কেজি করে দেওয়া হয় ব্রি-৮০ ধানের বীজ।
নতুন জাতের এই ধানের গোড়া শক্ত হওয়ায় আমন ধানের মতো যেকোনো জমিতে চাষযোগ্য। হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৈয়দিয়া বাজারের দক্ষিণে রাস্তার পাশে ব্রি-৮০ ধান চাষ করেছেন এক কৃষক। সরেজমিন দেখা যায়, পাকা ধান বাতাসে দোল খাচ্ছে। খেতের পাশে দাঁড়াতেই পাকা ধানের সুগন্ধ ভেসে আসছে।
আলাপ হয় খেতের মালিক কৃষক নিজাম উদ্দিনের সঙ্গে। নিজাম জানান, কৃষি অফিসের আগ্রহে এক একর জমিতে তিনি নতুন জাতের এই ধান চাষ করেছেন। ফলন খুবই ভালো হওয়ায় খুশি তিনি। এক একর জমিতে ৫০ মণের মতো ধান পাবেন বলে আশা তাঁর। স্থানীয় বাজারে এই ধান কখনো বিক্রি করেননি। তাই বাজারমূল্য কেমন হবে, তা তাঁর জানা নেই। তবে স্থানীয় বাজারে বর্তমানে আমন ধানের মূল্য মণপ্রতি ৮৫০ টাকা। সে হিসাবে বিক্রি করলেও খরচ বাদে ভালো লাভ হবে।
নিজাম আরও জানান, অনেকে নতুন এই ধানের বীজ সংগ্রহ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। নতুন এই ধান চাষ করে ভালো ফলন হওয়ায় অনেকে দেখতে আসেন। তিনি নিজেও বীজ সংরক্ষণ করবেন বলে জানান।
হাতিয়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান মাহমুদ জানান, তাঁর অধীন পৌরসভার তিনটি ওয়ার্ডে ব্রি-৮০ ধানের পাঁচটি প্রদর্শনী রয়েছে। প্রতিটি প্রদর্শনীতে ধানের ভালো ফলন হয়েছে। নতুন জাতের এই ধান চাষে কৃষকেরা প্রথমে আগ্রহী ছিলেন না। ফলন ভালো হওয়ায় অনেকে যোগাযোগ করছেন।
হাতিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল জানান, ব্রি-৮০ ধানটি থাইল্যান্ডের জনপ্রিয় জেসমিন ধানের মতো দেখতে। এটি রপ্তানিযোগ্য। হাতিয়ায় এবারই প্রথম এই ধানের চাষ করা হয়েছে। চাষাবাদের অনুমোদনের আগে গবেষণা করে হেক্টরপ্রতি উৎপাদন গড়ে ৪.৫ টন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হাতিয়ায় তার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। এ জন্য কৃষি অধিদপ্তর তাঁদের ধন্যবাদ জানিয়েছে।
দেখতে অনেকটা কালিজিরা ধানের মতো। গন্ধেও মনকাড়া। ব্রি-৮০ নামের নতুন জাতের এই ধান রোপা আমন মৌসুমে চাষ করা হয়। হাতিয়ায় এবারই প্রথম এ ধানের চাষ করা হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো।
জাতীয় বীজ বোর্ড ২০১৭ সালের এপ্রিল মাসে নতুন উদ্ভাবন করা ব্রি-৮০ ধানের বীজ চাষাবাদের জন্য অনুমোদন দেয়। সে অনুযায়ী উপজেলা কৃষি অফিস এ বছর হাতিয়ায় ৫৪০ হেক্টর জমিতে এই ধান চাষাবাদের জন্য বিনা মূল্যে বীজ সরবরাহ করে। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে কৃষকপ্রতি ১০ কেজি করে দেওয়া হয় ব্রি-৮০ ধানের বীজ।
নতুন জাতের এই ধানের গোড়া শক্ত হওয়ায় আমন ধানের মতো যেকোনো জমিতে চাষযোগ্য। হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৈয়দিয়া বাজারের দক্ষিণে রাস্তার পাশে ব্রি-৮০ ধান চাষ করেছেন এক কৃষক। সরেজমিন দেখা যায়, পাকা ধান বাতাসে দোল খাচ্ছে। খেতের পাশে দাঁড়াতেই পাকা ধানের সুগন্ধ ভেসে আসছে।
আলাপ হয় খেতের মালিক কৃষক নিজাম উদ্দিনের সঙ্গে। নিজাম জানান, কৃষি অফিসের আগ্রহে এক একর জমিতে তিনি নতুন জাতের এই ধান চাষ করেছেন। ফলন খুবই ভালো হওয়ায় খুশি তিনি। এক একর জমিতে ৫০ মণের মতো ধান পাবেন বলে আশা তাঁর। স্থানীয় বাজারে এই ধান কখনো বিক্রি করেননি। তাই বাজারমূল্য কেমন হবে, তা তাঁর জানা নেই। তবে স্থানীয় বাজারে বর্তমানে আমন ধানের মূল্য মণপ্রতি ৮৫০ টাকা। সে হিসাবে বিক্রি করলেও খরচ বাদে ভালো লাভ হবে।
নিজাম আরও জানান, অনেকে নতুন এই ধানের বীজ সংগ্রহ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। নতুন এই ধান চাষ করে ভালো ফলন হওয়ায় অনেকে দেখতে আসেন। তিনি নিজেও বীজ সংরক্ষণ করবেন বলে জানান।
হাতিয়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান মাহমুদ জানান, তাঁর অধীন পৌরসভার তিনটি ওয়ার্ডে ব্রি-৮০ ধানের পাঁচটি প্রদর্শনী রয়েছে। প্রতিটি প্রদর্শনীতে ধানের ভালো ফলন হয়েছে। নতুন জাতের এই ধান চাষে কৃষকেরা প্রথমে আগ্রহী ছিলেন না। ফলন ভালো হওয়ায় অনেকে যোগাযোগ করছেন।
হাতিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল জানান, ব্রি-৮০ ধানটি থাইল্যান্ডের জনপ্রিয় জেসমিন ধানের মতো দেখতে। এটি রপ্তানিযোগ্য। হাতিয়ায় এবারই প্রথম এই ধানের চাষ করা হয়েছে। চাষাবাদের অনুমোদনের আগে গবেষণা করে হেক্টরপ্রতি উৎপাদন গড়ে ৪.৫ টন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হাতিয়ায় তার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। এ জন্য কৃষি অধিদপ্তর তাঁদের ধন্যবাদ জানিয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে