বেড়া (পাবনা) প্রতিনিধি
বিদ্যালয়ের এসি (এয়ার কন্ডিশনার) কেনার টাকা পরিশোধে করোনার টিকা প্রদানে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করার অভিযোগ উঠেছে পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সরকারের দেওয়া বিনা মূল্যের করোনা টিকা দিতে ফি আদায়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে এমন টাকা নেওয়ার কাজে সায় দিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করছে স্বাস্থ্য বিভাগ। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সকাল থেকে পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত ঢালারচর উচ্চবিদ্যালয়ে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টিকা গ্রহণের জন্য টিকা ফি বাবদ ৬০ থেকে ১০০ টাকা আদায় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
কয়েকজন শিক্ষার্থী জানান, বিনা মূল্যের টিকা দিতে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে করোনা টিকার ফি বাবদ ৬০ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। কয়েকজন শিক্ষার্থী বিষয়টির প্রতিবাদ করলে শিক্ষকেরা ভয়ভীতিও দেখান তাদের। পরে বাধ্য হয়েই টাকা দিয়ে টিকা গ্রহণ করে শিক্ষার্থীরা।
ঢালারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে প্রায় এক হাজার ১০০ জন শিক্ষার্থী আছে। প্রত্যেকের কাশিনাথপুর বা বেড়া উপজেলা সদরে গিয়ে টিকা নিতে হলে কমপক্ষে ৩০০ টাকা করে খরচ হবে, যাতায়াতে ঝুঁকিও রয়েছে। তাই বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজনের সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।’ রোববার ৮৫৬ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধান শিক্ষক আরও জানান, টিকা কার্যক্রম পরিচালনায় এসি ক্রয় বাবদ এক লাখ ১২ হাজার টাকা খরচ হবে। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা দিয়ে পরিশোধ করা হবে।
বেড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা আদায়ের বিষয়টি আমাকে জানিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার আরও পাঁচটি বিদ্যালয়ে এভাবেই এসি কেনা হয়েছে। তবে এটি টিকার ফি নয় বলে তিনি দাবি করেন। জেলা প্রশাসক ও শিক্ষা অধিদপ্তরের এ বিষয়ে অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাত বলেন, ‘স্বাস্থ্য বিভাগ টিকা প্রদানে কোনো প্রকার টাকা নিচ্ছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ কেন টাকা নিচ্ছেন বিষয়টি আমার জানা নেই।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুর আলী বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিদ্যালয়ের এসি (এয়ার কন্ডিশনার) কেনার টাকা পরিশোধে করোনার টিকা প্রদানে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করার অভিযোগ উঠেছে পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সরকারের দেওয়া বিনা মূল্যের করোনা টিকা দিতে ফি আদায়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে এমন টাকা নেওয়ার কাজে সায় দিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করছে স্বাস্থ্য বিভাগ। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সকাল থেকে পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত ঢালারচর উচ্চবিদ্যালয়ে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টিকা গ্রহণের জন্য টিকা ফি বাবদ ৬০ থেকে ১০০ টাকা আদায় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
কয়েকজন শিক্ষার্থী জানান, বিনা মূল্যের টিকা দিতে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে করোনা টিকার ফি বাবদ ৬০ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। কয়েকজন শিক্ষার্থী বিষয়টির প্রতিবাদ করলে শিক্ষকেরা ভয়ভীতিও দেখান তাদের। পরে বাধ্য হয়েই টাকা দিয়ে টিকা গ্রহণ করে শিক্ষার্থীরা।
ঢালারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে প্রায় এক হাজার ১০০ জন শিক্ষার্থী আছে। প্রত্যেকের কাশিনাথপুর বা বেড়া উপজেলা সদরে গিয়ে টিকা নিতে হলে কমপক্ষে ৩০০ টাকা করে খরচ হবে, যাতায়াতে ঝুঁকিও রয়েছে। তাই বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজনের সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।’ রোববার ৮৫৬ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধান শিক্ষক আরও জানান, টিকা কার্যক্রম পরিচালনায় এসি ক্রয় বাবদ এক লাখ ১২ হাজার টাকা খরচ হবে। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা দিয়ে পরিশোধ করা হবে।
বেড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা আদায়ের বিষয়টি আমাকে জানিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার আরও পাঁচটি বিদ্যালয়ে এভাবেই এসি কেনা হয়েছে। তবে এটি টিকার ফি নয় বলে তিনি দাবি করেন। জেলা প্রশাসক ও শিক্ষা অধিদপ্তরের এ বিষয়ে অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাত বলেন, ‘স্বাস্থ্য বিভাগ টিকা প্রদানে কোনো প্রকার টাকা নিচ্ছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ কেন টাকা নিচ্ছেন বিষয়টি আমার জানা নেই।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুর আলী বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে