Ajker Patrika

অজগর ও সুন্ধি কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১১: ৫৬
অজগর ও সুন্ধি কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

সুন্দরবন-সংলগ্ন বাগেরহাটের মোংলায় মাদুরপাল্টা গ্রামে বসতঘর থেকে বুধবার বিকেলে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া ওই সাপটি বনে ছেড়ে দিয়ে ফেরার পথে বনসংলগ্ন খড়মা নদীর পাড় থেকে একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে বন বিভাগ। কচ্ছপটি করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, বুধবার বিকেলে মোংলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের একটি বসতঘরে একটি অজগর ঢুকে পড়ে। আশপাশের লোকজন বন বিভাগকে খবর দিলে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে ওই দিন বিকেলে জিউধারা অফিসসংলগ্ন বনে ছেড়ে দেয়। সাপটি ৯ ফুট লম্বা এবং ওজন ছয় কেজি।

তিনি আরও জানান, বনে সাপ অবমুক্ত করে ফেরার পথে বনসংলগ্ন খড়মা নদীর পাড় থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। উদ্ধার হওয়া আধা কেজি ওজনের কচ্ছপটির বয়স দুই বছর। কচ্ছপটি বিলুপ্ত প্রায় প্রজাতির হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। কচ্ছপটি পাচারকালে বন বিভাগের সদস্যদের দেখে নদীর পাড়ে কেউ ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুড়িয়া গ্রামের ফারুক হাওলাদারের মুদি দোকানের ভেতর থেকে একটি অজগর উদ্ধার করে বন বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত