Ajker Patrika

আগুনে পুড়ল ৩০০ মণ পাট

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ০৮
আগুনে পুড়ল ৩০০ মণ পাট

কুড়িগ্রামের উলিপুরে বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের গুদামে রাখা ৩০০ মণ পাট পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

গতকাল রোববার ভোররাতে বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামের ইউপি সদস্য আবু তাহের মোল্লার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় টিনশেড ঘরের চাল, কাঠামো ও কয়েক মণ ধানসহ একটি ইজিবাইক পুড়ে যায়। গুদামের ভেতরে বৈদ্যুতিক লাইনের সংযোগ না থাকলেও আগুন কীভাবে ছড়িয়ে পড়ল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতের দিকে হঠাৎ গুদামঘর থেকে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এ ঘটনায় ফায়ার সার্ভিস উলিপুর অফিস খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ও বজরা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তাহের মোল্লা বলেন, ‘বৈদ্যুতিক সংযোগ না থাকার পরও কীভাবে গুদামে আগুন লাগল বুঝতে পারছি না। কেউ আমার বড় ধরনের ক্ষতি করার জন্য এ কাজ করে থাকতে পারে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী ইনচার্জ আব্বাস আলী জানান, গুদামের পাশে একটি ঘরে অটোরিকশা চার্জ দেওয়া হতো। সেখান থেকে আগুন গুদামে ছড়িয়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, এ বিষয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত