উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের গুদামে রাখা ৩০০ মণ পাট পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।
গতকাল রোববার ভোররাতে বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামের ইউপি সদস্য আবু তাহের মোল্লার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় টিনশেড ঘরের চাল, কাঠামো ও কয়েক মণ ধানসহ একটি ইজিবাইক পুড়ে যায়। গুদামের ভেতরে বৈদ্যুতিক লাইনের সংযোগ না থাকলেও আগুন কীভাবে ছড়িয়ে পড়ল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতের দিকে হঠাৎ গুদামঘর থেকে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এ ঘটনায় ফায়ার সার্ভিস উলিপুর অফিস খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ও বজরা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তাহের মোল্লা বলেন, ‘বৈদ্যুতিক সংযোগ না থাকার পরও কীভাবে গুদামে আগুন লাগল বুঝতে পারছি না। কেউ আমার বড় ধরনের ক্ষতি করার জন্য এ কাজ করে থাকতে পারে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী ইনচার্জ আব্বাস আলী জানান, গুদামের পাশে একটি ঘরে অটোরিকশা চার্জ দেওয়া হতো। সেখান থেকে আগুন গুদামে ছড়িয়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, এ বিষয়ে তদন্ত চলছে।
কুড়িগ্রামের উলিপুরে বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের গুদামে রাখা ৩০০ মণ পাট পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।
গতকাল রোববার ভোররাতে বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামের ইউপি সদস্য আবু তাহের মোল্লার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় টিনশেড ঘরের চাল, কাঠামো ও কয়েক মণ ধানসহ একটি ইজিবাইক পুড়ে যায়। গুদামের ভেতরে বৈদ্যুতিক লাইনের সংযোগ না থাকলেও আগুন কীভাবে ছড়িয়ে পড়ল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতের দিকে হঠাৎ গুদামঘর থেকে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এ ঘটনায় ফায়ার সার্ভিস উলিপুর অফিস খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ও বজরা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তাহের মোল্লা বলেন, ‘বৈদ্যুতিক সংযোগ না থাকার পরও কীভাবে গুদামে আগুন লাগল বুঝতে পারছি না। কেউ আমার বড় ধরনের ক্ষতি করার জন্য এ কাজ করে থাকতে পারে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী ইনচার্জ আব্বাস আলী জানান, গুদামের পাশে একটি ঘরে অটোরিকশা চার্জ দেওয়া হতো। সেখান থেকে আগুন গুদামে ছড়িয়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, এ বিষয়ে তদন্ত চলছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে