Ajker Patrika

পাকুন্দিয়ায় এক কিলোমিটার সড়কে খানাখন্দ, দুর্ভোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১৫: ৩৫
পাকুন্দিয়ায় এক কিলোমিটার সড়কে খানাখন্দ, দুর্ভোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরশহরের মৌসুমি সিনেমা হল থেকে বাজার হয়ে ভূমি অফিস পর্যন্ত এক কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দ । সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেবাগ্রহীতাসহ পথচারীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোগান্তি কমাতে দ্রুত সড়কটি মেরামত করা হোক। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

সরেজমিনে দেখে গেছে, পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মোড়, পাকুন্দিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের গেট, উপজেলা পরিষদ গেট, থানা গেট ও ভূমি অফিসের সামনের সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত। কয়েক দিনের সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকুন্দিয়া পৌর শহরের ওপর দিয়ে কিশোরগঞ্জ-ঢাকা সড়কটি বয়ে গেছে। এই সড়কের পাকুন্দিয়া পৌর এলাকার প্রায় এক কিলোমিটার সড়কে বেশ কিছুদিন ধরে অসংখ্য খানাখন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রকৌশলী অধিদপ্তর থেকে কিছুদিন পরপর ছোট ছোট ইটের গুঁড়ি ফেলা হয়। এতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে সামান্য বৃষ্টি হলেই সেগুলো সরে যায় এবং এতে সড়কটি আগের মতো হয়ে যায়।

এ ছাড়া এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা-কিশোরগঞ্জগামী বাস, ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ শত শত যানবাহন চলাচল করে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সড়কের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কেই রয়েছে পৌরবাজার, উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল ও ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান। বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। তা ছাড়া এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা লোকজনকে সড়কের এই অংশটুকুর জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌরশহরের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কের পাশের একজন চা দোকানি বলেন, কয়েক দিন পর পর ইটের সুরকি ফেলা হয়। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দুই থেকে তিন দিন আগে সড়কের খানাখন্দে ইটের গুঁড়ি ফেলা হয়েছে। এরপরও যদি মেরামতের প্রয়োজন হয় তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত