তৌফিকুল ইসলাম, ঢাকা
ডোপ টেস্ট করাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এসেছিলেন অমিক পাটোয়ারি। এসে জানলেন, এ হাসপাতালে দিনে মাত্র ১৫ জনের টেস্ট করানো হয়। এ জন্য সিরিয়াল নিতে হয় আগেই। অমিকও সিরিয়াল পেলেন, কিন্তু সেটা দু-এক দিনের মধ্যে নয়। তাঁকে নমুনা জমা দেওয়ার জন্য আসতে বলা হয়েছে আগামী ১১ এপ্রিল। অথচ বিদেশে যাওয়ার জন্য দ্রুতই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করানো দরকার অমিকের। কিন্তু ডোপ টেস্টের সনদ ছাড়া লাইসেন্স পাওয়ার উপায় নেই। আবার দ্রুত ডোপ টেস্ট করানোর সুযোগও নেই। সব মিলিয়ে ভীষণ বেকায়দায় পড়েছেন অমিক।
অমিকের মতো ভোগান্তিতে পড়েছেন আরও বিপুলসংখ্যক লাইসেন্সপ্রত্যাশী। যাঁদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, তাঁরাও ডোপ টেস্টের কারণে লাইসেন্স নবায়ন করতে না পেরে রাস্তায় নিয়মিত ঝামেলা পোহাচ্ছেন। হাতে গোনা যে কয়েকটি হাসপাতালে ডোপ টেস্ট করানো হচ্ছে, সেগুলোতে মানুষের এতই চাপ যে মাসখানেকের আগে সিরিয়ালই পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চালকেরা।
গত ৩০ জানুয়ারি থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্টের সনদ বাধ্যতামূলক করা হয়। এই টেস্টের জন্য কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হয়েছে। সম্প্রতি এসব হাসপাতাল ঘুরে দেখা যায়, নমুনা জমা দেওয়ার পর দু-এক দিনের মধ্যেই সনদ পাওয়া যাচ্ছে। কিন্তু নমুনা জমা দেওয়ার সুযোগ পেতেই গলদঘর্ম হতে হচ্ছে লাইসেন্সপ্রত্যাশীদের। কারণ, হাসপাতালগুলোতে একসঙ্গে বেশি মানুষের টেস্ট করানোর সুযোগ না থাকায় এ প্রক্রিয়ায় ধীরগতি সৃষ্টি হয়েছে। নমুনা জমা দেওয়ার সিরিয়াল পেতেই দীর্ঘদিন লেগে যাচ্ছে। এর মধ্যে প্রতিদিনই চাপ বাড়ছে টেস্ট করাতে আসা মানুষের।
টেস্টের জন্য নির্ধারিত হাসপাতালগুলোর মধ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে দিনে সর্বোচ্চ ৪০ জনের টেস্ট করা হচ্ছে। এরই মধ্যে আগামী ২০ মার্চ পর্যন্ত টেস্টের সিরিয়াল জমা পড়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে সিরিয়াল জমা পড়েছে আগামী এপ্রিল মাস পর্যন্ত। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে প্রতিদিন ৪০-৫০ জনের টেস্ট করা হচ্ছে। এ ছাড়া চাহিদা অনুযায়ী ডোপ টেস্ট চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। টেস্ট করার জন্য প্রত্যেককে গুনতে হচ্ছে ৯০০ টাকা। কাকে কোন হাসপাতালে টেস্ট করাতে হবে, তা-ও নির্ধারণ করে দেওয়া হচ্ছে বিআরটিএ থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, কিটসংকটের কারণে হাসপাতালগুলোতে একসঙ্গে বেশি লোকের টেস্ট করা যাচ্ছে না। এ ছাড়া ডোপ টেস্টের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং লোকবল না থাকার কারণেও এ কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে। এ প্রসঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. এহেসানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বেশি মানুষের ডোপ টেস্ট করাতে পারছি না। কারণ, আমাদের করোনাসহ আরও বিভিন্ন ধরনের প্রায় ৪০০ পরীক্ষা করতে হয়। বেশি স্যাম্পল নিলে রিপোর্ট দিতে দেরি হবে। এখন কিটের সংকট নেই, তবে টেস্টের পরিমাণ বাড়লে কিটের সংকট হবে। তা ছাড়া লোকবলেরও সংকট আছে।’ প্রায় অভিন্ন অজুহাত শোনা গেল অন্য হাসপাতালের কর্মকর্তাদের কাছেও।
এই জটিলতা থেকে রেহাই পেতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি সপ্তাহে আরও অনেক হাসপাতালকে টেস্ট করার অনুমতি দেওয়া হবে। প্রাইভেট হাসপাতালে এই টেস্ট করানো যায় কি না, সে বিষয়ে বিআরটিএর সঙ্গে কথা বলব। যদিও প্রাইভেট হাসপাতালে খরচ বেশি হবে।’
দু-এক দিনের মধ্যে চালকদের ভোগান্তি ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালের সংখ্যা বাড়ানো হচ্ছে।
এদিকে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান জানালেন আরেক আশঙ্কার কথা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ডোপ টেস্টের সনদ নেওয়ার জন্য এত ভোগান্তি হলে ভিন্ন পন্থা খোঁজার চেষ্টা করবেন অনেকে। সে ক্ষেত্রে ভুয়া ড্রাইভিং লাইসেন্স করানোর প্রবণতা বাড়তে পারে।’
এদিকে গতকাল সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ‘শুধু লাইসেন্সের সময়ই নয়, টার্মিনালগুলোতে পর্যায়ক্রমে ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। গাড়ি চালানোর আগেই চালকদের টেস্ট করানোর একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সে অনুযায়ী কাজ চলছে।’
ডোপ টেস্ট করাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এসেছিলেন অমিক পাটোয়ারি। এসে জানলেন, এ হাসপাতালে দিনে মাত্র ১৫ জনের টেস্ট করানো হয়। এ জন্য সিরিয়াল নিতে হয় আগেই। অমিকও সিরিয়াল পেলেন, কিন্তু সেটা দু-এক দিনের মধ্যে নয়। তাঁকে নমুনা জমা দেওয়ার জন্য আসতে বলা হয়েছে আগামী ১১ এপ্রিল। অথচ বিদেশে যাওয়ার জন্য দ্রুতই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করানো দরকার অমিকের। কিন্তু ডোপ টেস্টের সনদ ছাড়া লাইসেন্স পাওয়ার উপায় নেই। আবার দ্রুত ডোপ টেস্ট করানোর সুযোগও নেই। সব মিলিয়ে ভীষণ বেকায়দায় পড়েছেন অমিক।
অমিকের মতো ভোগান্তিতে পড়েছেন আরও বিপুলসংখ্যক লাইসেন্সপ্রত্যাশী। যাঁদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, তাঁরাও ডোপ টেস্টের কারণে লাইসেন্স নবায়ন করতে না পেরে রাস্তায় নিয়মিত ঝামেলা পোহাচ্ছেন। হাতে গোনা যে কয়েকটি হাসপাতালে ডোপ টেস্ট করানো হচ্ছে, সেগুলোতে মানুষের এতই চাপ যে মাসখানেকের আগে সিরিয়ালই পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চালকেরা।
গত ৩০ জানুয়ারি থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্টের সনদ বাধ্যতামূলক করা হয়। এই টেস্টের জন্য কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হয়েছে। সম্প্রতি এসব হাসপাতাল ঘুরে দেখা যায়, নমুনা জমা দেওয়ার পর দু-এক দিনের মধ্যেই সনদ পাওয়া যাচ্ছে। কিন্তু নমুনা জমা দেওয়ার সুযোগ পেতেই গলদঘর্ম হতে হচ্ছে লাইসেন্সপ্রত্যাশীদের। কারণ, হাসপাতালগুলোতে একসঙ্গে বেশি মানুষের টেস্ট করানোর সুযোগ না থাকায় এ প্রক্রিয়ায় ধীরগতি সৃষ্টি হয়েছে। নমুনা জমা দেওয়ার সিরিয়াল পেতেই দীর্ঘদিন লেগে যাচ্ছে। এর মধ্যে প্রতিদিনই চাপ বাড়ছে টেস্ট করাতে আসা মানুষের।
টেস্টের জন্য নির্ধারিত হাসপাতালগুলোর মধ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে দিনে সর্বোচ্চ ৪০ জনের টেস্ট করা হচ্ছে। এরই মধ্যে আগামী ২০ মার্চ পর্যন্ত টেস্টের সিরিয়াল জমা পড়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে সিরিয়াল জমা পড়েছে আগামী এপ্রিল মাস পর্যন্ত। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে প্রতিদিন ৪০-৫০ জনের টেস্ট করা হচ্ছে। এ ছাড়া চাহিদা অনুযায়ী ডোপ টেস্ট চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। টেস্ট করার জন্য প্রত্যেককে গুনতে হচ্ছে ৯০০ টাকা। কাকে কোন হাসপাতালে টেস্ট করাতে হবে, তা-ও নির্ধারণ করে দেওয়া হচ্ছে বিআরটিএ থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, কিটসংকটের কারণে হাসপাতালগুলোতে একসঙ্গে বেশি লোকের টেস্ট করা যাচ্ছে না। এ ছাড়া ডোপ টেস্টের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং লোকবল না থাকার কারণেও এ কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে। এ প্রসঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. এহেসানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বেশি মানুষের ডোপ টেস্ট করাতে পারছি না। কারণ, আমাদের করোনাসহ আরও বিভিন্ন ধরনের প্রায় ৪০০ পরীক্ষা করতে হয়। বেশি স্যাম্পল নিলে রিপোর্ট দিতে দেরি হবে। এখন কিটের সংকট নেই, তবে টেস্টের পরিমাণ বাড়লে কিটের সংকট হবে। তা ছাড়া লোকবলেরও সংকট আছে।’ প্রায় অভিন্ন অজুহাত শোনা গেল অন্য হাসপাতালের কর্মকর্তাদের কাছেও।
এই জটিলতা থেকে রেহাই পেতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি সপ্তাহে আরও অনেক হাসপাতালকে টেস্ট করার অনুমতি দেওয়া হবে। প্রাইভেট হাসপাতালে এই টেস্ট করানো যায় কি না, সে বিষয়ে বিআরটিএর সঙ্গে কথা বলব। যদিও প্রাইভেট হাসপাতালে খরচ বেশি হবে।’
দু-এক দিনের মধ্যে চালকদের ভোগান্তি ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালের সংখ্যা বাড়ানো হচ্ছে।
এদিকে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান জানালেন আরেক আশঙ্কার কথা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ডোপ টেস্টের সনদ নেওয়ার জন্য এত ভোগান্তি হলে ভিন্ন পন্থা খোঁজার চেষ্টা করবেন অনেকে। সে ক্ষেত্রে ভুয়া ড্রাইভিং লাইসেন্স করানোর প্রবণতা বাড়তে পারে।’
এদিকে গতকাল সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ‘শুধু লাইসেন্সের সময়ই নয়, টার্মিনালগুলোতে পর্যায়ক্রমে ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। গাড়ি চালানোর আগেই চালকদের টেস্ট করানোর একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সে অনুযায়ী কাজ চলছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে