Ajker Patrika

দোহারে করোনা শনাক্ত বেড়ে ৩১০৪ জন

প্রতিনিধি, দোহার
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯: ২৯
দোহারে করোনা শনাক্ত বেড়ে ৩১০৪ জন

দোহারে নতুন করে আরও ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০৪ জনে।

গত সোমবার রাত ৯টা ৪৩ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, সোমবার উপজেলা থেকে ৪১টি নমুনা পাঠানো হয়। এ থেকে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৭০ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, উপজেলায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৭৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৭ জন মারা গেছেন।

ডা. মো. জসিম উদ্দিন ও রিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, করোনা আক্রান্ত হয়ে বাসায় থেকে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭৫ জন। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে উপজেলার দুজন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, দোহারে নিয়মিত টিকাদান কেন্দ্র থেকে গত সোমবার সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ৬৬১ জন। এ ছাড়া সোমবার সিনোফর্মের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে২০৯ জনকে। তিনি সবাইকে টিকা নেওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত