৮ শিল্পীকে নিয়ে পাভেল আরিনের ‘লিভিং রুম সেশন’

এম এস রানা, ঢাকা
Thumbnail image

চিরকুট ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিতি পেলেও সংগীত পরিচালনায়ও নিজের দক্ষতা প্রমাণ করেছেন পাভেল আরিন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার ‘আহারে জীবন’ গানটি তারই প্রমাণ। এবার নিজের সংগীত পরিচালনায় নতুন মিউজিক সেশন শুরু করতে যাচ্ছেন পাভেল। নাম দিয়েছেন ‘লিভিং রুম সেশন’। পাভেল বললেন, ‘একটা লিভিং রুমে আমরা কয়েকজন গানের মানুষ একত্র হব। সেখানেই হবে আমাদের মিউজিক জ্যামিং, পুরোনো গানের নতুন উপস্থাপনা। থাকবে মৌলিক গানও। সাধারণত, মিউজিক স্টুডিও কিংবা প্র্যাকটিস প্যাডে জ্যামিং করতে করতেই নানা ধরনের গান নিয়ে এক্সপেরিমেন্ট হয়। কনসেপ্টটা সেখান থেকেই। পার্থক্য কেবল, আমরা পরিপূর্ণ গান নিয়ে দর্শক-শ্রোতার সামনে আসব।’

লিভিং রুম সেশন-এর কয়েকটি সিজন করার পরিকল্পনা রয়েছে পাভেলের। ভিন্ন ভিন্ন সিজনে ভিন্ন ভিন্ন শিল্পীর গান নিয়ে থাকবে আয়োজন। পাভেল জানিয়েছেন, প্রথম সিজনের প্রথম পর্বে থাকছে ৮ শিল্পীর ৯টি গান। এর মাঝে ৮টি গান রিমিক্স করা হয়েছে, ১টি গান নতুন। শিল্পীরা হলেন ইমরান মাহমুদুল, ঐশী, কনা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশী, ইন্নিমা রশ্নি ও কাজল দেওয়ান। প্রচার পলিসির কারণে এখনই গানগুলোর শিরোনাম প্রকাশ করতে চাইছেন না আয়োজকেরা।

আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে টাইম জোন। ইতিমধ্যেই নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে লিভিং রুম সেশনের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। সেখানে বাংলাদেশের শিল্পীদের দেখে সংগীতপ্রেমীদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।

পাভেল আরিন। ছবি সংগৃহীতআধুনিক বাংলা গানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নিজের মিউজিক ক্যারিয়ারের জন্য আয়োজনটিকে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন পাভেল। তিনি বলেন, ‘ছয় বছর বয়স থেকেই তো মিউজিকের সঙ্গে জড়িয়ে আছি। প্রায় দুই দশক কাজ করেছি চিরকুট ব্যান্ডের সঙ্গে। সংগীত পরিচালনা করেছি বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। আন্তর্জাতিক নানা আয়োজনের মধ্য দিয়ে দেশি ও বিদেশি গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। সব সময়ই আমার চেষ্টা ছিল দেশের সংগীতকে নতুন কিছু উপহার দেওয়ার, আরও একটু সামনে এগিয়ে নেওয়ার। মিউজিক নিয়ে আমার ভাবনা, চেষ্টা আর নিরীক্ষাগুলো মানুষের সামনে তুলে ধরার স্বপ্ন নিয়েই নতুন এই মিউজিক্যাল প্রজেক্ট।’

লিভিং রুম সেশনের গানগুলোর অডিও প্রোডাকশন করছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ইউটিউবে প্রচার শুরু হবে লিভিং রুম সেশন।

এ বিষয়ে কথা হয় শিল্পী কনার সঙ্গে। তিনি বলেন, ‘পুরোনো গানগুলো সম্পূর্ণ ভিন্ন আমেজে উপস্থাপন করা হয়েছে। ফোক গান, রবীন্দ্রসংগীতসহ নানা ধরনের গান থাকছে। গানগুলোর রেকর্ডিং হয়েছে গত বছর। অ্যাকুস্টিক মিউজিকের সঙ্গে আমরা লাইভ গেয়েছি। কোক স্টুডিও বাংলা কিংবা উইন্ড অব চেঞ্জের মতোই ফিউশন মিউজিকের স্বাদ পাবেন শ্রোতারা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত