Ajker Patrika

রাত জেগে গ্রাম পাহারা

সখীপুর প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮: ৩৫
রাত জেগে গ্রাম পাহারা

সখীপুরে চুরি-ডাকাতি ও মাদক প্রতিরোধে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক। শীত উপেক্ষা করে আনন্দ নিয়ে নির্বিঘ্নে এ দায়িত্ব পালন করছেন উপজেলার প্রতিমা বংকী গ্রামের ১০৫ জন স্বেচ্ছাসেবক। এতে কমেছে মাদকসেবীদের আনাগোনা ও চুরির প্রবণতা।

জানা গেছে, গত ২৫ অক্টোবর রাতে প্রতিমা বংকী বাজারে এক আলোচনার মধ্য দিয়ে গ্রাম পাহারার জন্য ১০৫ সদস্যের স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। পরে ওই ১০৫ জনকে সাতটি উপদলে বিভক্ত করে দেওয়া হয়। প্রতি রাতে ১৫ সদস্যের একটি উপদল সারা রাত গ্রাম পাহারার দায়িত্ব পালন করে। এভাবে একটি উপদলের ওপর সপ্তাহে একটি রাত পাহারা দেওয়ার দায়িত্ব পড়ে। প্রতিটি উপদল গঠন করা হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার কিশোর, যুবক ও বৃদ্ধদের সমন্বয়ে।

এই স্বেচ্ছাসেবক দলের সদস্য আলতাফ হোসেন ও আবুল কালাম বলেন, ‘প্রতি সপ্তাহে এক রাত পাহারায় থাকি, বাকি ছয় রাত নিশ্চিন্তে ঘুমাতে পারি।’

গ্রাম পাহারা মূল কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা বলেন, স্বেচ্ছাসেবক দলকে পরামর্শ দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে প্রধান করে ৫১ সদস্যের পরিচালনা কমিটি রয়েছে।

পরিচালনা কমিটির সভাপতি ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনছার আলী বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করে এ কমিটি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিজন স্বেচ্ছাসেবককে আইডি কার্ড দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, স্বেচ্ছায় এমন উদ্যোগ প্রশংসনীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত