নেটফ্লিক্সের সিরিজে মাধুরীকে নিয়ে বাজে মন্তব্য

বিনোদন ডেস্ক
Thumbnail image

রসিকতা কখনো কখনো সীমা অতিক্রম করে। তখন আর সেটা রসিকতা থাকে না, হয়ে যায় ব্যক্তি আক্রমণ। সেটাই হয়েছে আমেরিকান জনপ্রিয় সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’তে। এ সিরিজের একটি পর্বে ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে বাজে মন্তব্য করে বিপাকে পড়েছে নেটফ্লিক্স। মিঠুন বিজয় কুমার নামে মাধুরীর এক ভক্ত আইনি নোটিশ পাঠিয়েছে নেটফ্লিক্সকে। শিগগিরই পর্বটি সরানো না হলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মিঠুন। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি নেটফ্লিক্স।

ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী চার বিজ্ঞানীর জীবনযাত্রা নিয়ে তৈরি হয়েছে ‘দ্য বিগ ব্যাং থিওরি’ সিরিজ। আইনি নোটিশটি পাঠানো হয়েছে সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম পর্বের একটি দৃশ্যকে ঘিরে। যে পর্বের শিরোনাম ‘দ্য ব্যাড ফিশ প্যারাডাইম’। ওই দৃশ্যে রাজেশ ও শেলডন কুপারের মধ্যে কথোপকথনের সময়ই বলিউড অভিনেত্রীদের প্রসঙ্গ আসে। ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমার শীর্ষসংগীতে আমিশা প্যাটেলকে দেখে শেলডন জিজ্ঞেস করে, ‘এটা কি ঐশ্বরিয়া রাই?’ রাজেশ বলে, ‘হ্যাঁ, কী দারুণ অভিনেত্রী, তাই না?’ শেলডন বলে, ‘গরিবের মাধুরী দীক্ষিত’। তখন রাজেশ খেপে গিয়ে বলে, ‘তোমার কত বড় সাহস! ঐশ্বরিয়া একজন দেবী। সেই তুলনায় মাধুরী দীক্ষিত হলো কুষ্ঠ রোগে আক্রান্ত এক যৌনকর্মী।’

এ সংলাপটি নিয়ে আপত্তি তুলেছেন মিঠুন বিজয় কুমার। তিনি তাঁর পাঠানো নোটিশে লিখেছেন, ‘নেটফ্লিক্সের মতো কোম্পানিগুলোর উচিত, দায়িত্ব নিয়ে কাজ করা। যেখানে তারা সার্ভিস দিচ্ছে সেখানকার কালচারাল ভ্যালু, সেন্টিমেন্ট ইত্যাদিকে সম্মান করা। আমি মনে করি, এই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো যে কনটেন্ট দেখায়, সেগুলোকে কিউরেট করা উচিত। কোনো অপমানকর, আপত্তিজনক কনটেন্ট যেন না প্রকাশ পায়, সেটা দেখভাল করা দরকার। আমার অত্যন্ত খারাপ লেগেছে বিগ ব্যাং থিওরিতে এমন অপমানজনক কথা শুনে। এই খারাপ শব্দটি মাধুরী দীক্ষিতের উদ্দেশে বলা হয়েছে। এটা শুধু আপত্তিজনক নয়, একই সঙ্গে কষ্টদায়কও। মনে রাখতে হবে, এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের কনটেন্টগুলো সমাজের ওপর দারুণ প্রভাব ফেলে।’

বিষয়টি সামনে আসার পর নেটফ্লিক্সের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন জয়া বচ্চনসহ বলিউডের অনেক তারকা। তবে মাধুরী দীক্ষিত এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত