Ajker Patrika

জামানত হারাচ্ছেন ১৮ প্রার্থী

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ০৭
জামানত হারাচ্ছেন ১৮ প্রার্থী

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ৭ ইউনিয়নে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন ১৮ জন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৮ নভেম্বর গোসাইরহাটের ৭টি ইউপিতে ভোট হয়। কোনো দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭টি ইউপিতে অনেকেই নির্বাচনে অংশ নেন। এর মধ্যে পর্যাপ্ত সংখ্যক ভোট না পাওয়ায় চেয়ারম্যান পদে ১৮ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। বিধি অনুযায়ী, একটি নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ বা মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগও কোনো প্রার্থী না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়।

ভোটের ফলাফল অনুযায়ী যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে- কোদালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খবির উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন ও সৈয়দ বোরহান উদ্দিন।

আলাওলপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের জালাল আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী মিসেস ফাতেমা পান্না। কুচইপট্টি ইউনিয়নে মাহবুব হোসেন।

গোসাইরহাট ইউপিতে মতিউর রহমান, চৌধুরী মনিরুজ্জামান মানিক, রাহিমা খাতুন, আলমগীর হোসেন ও আনিসুজ্জামান সোহেল। নলমুড়ি ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম ফকির।

সামন্তসার ইউপিতে বিল্লাল খান, আওয়ামী লীগ নেতা মাসুদ আহমেদ, তানভীর আহম্মেদ বিল্লাল, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আমির হোসেন, রুবেল রাড়ী।

গোসাইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘যেসব প্রার্থী মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি, তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত