হারুনুর রশিদ, রায়পুরা
নরসিংদীর রায়পুরায় জরাজীর্ণ ভবন, ঔষধ সল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্লিনিকগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত জনবল নিয়োগ করে, ঔষধের বরাদ্দ বৃদ্ধি করে, কেন্দ্রগুলো নজরদারিতে রাখা হোক। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অদিদপ্তর বলছে, সরজমিনে সব ক্লিনিক ঘুরে নানাবিধ সমস্যার চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করে। এ সব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করার কথা।
উপজেলায় মোট ৫৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। মাত্র ২টি ক্লিনিক থেকে পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে। ৩৫টি ক্লিনিকের ভবন একেবারে জরাজীর্ণ। ১৭ টির অবস্থা কিছুটা ভালো। ২টি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদায়ক (সিএইচসিপি) নেই। সেখানে কয়েক জন ভলান্টিয়ার কাজ করেন। প্রতি ছয় হাজার জন্য একটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার কথা।
সরেজমিনে বেশ কিছু ক্লিনিক ঘুরে জানা গেছে, বেশিরভাগ কেন্দ্র অবকাঠামো সমস্যা, শৌচাগার, পানি, বিদ্যুসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন মেরামত না করায় ভবন জরাজীর্ণ। কিছু ক্লিনিকে সিএইচসিপি নেই। কিছু ক্লিনিকে সিএইচসিপি থাকলেও তাঁরা ঠিক সময়ে আসেন না বা এলেও তাড়াতাড়ি চলে যান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সকাল ৯টার মধ্যে ক্লিনিক খোলার কথা থাকলেও বেশ কিছু ক্লিনিক ১০টা পর্যন্ত তালাবদ্ধ থাকে। অনেক স্বাস্থকর্মী সময়মতো এলেও চলে যান নির্দিষ্ট সময়ের অনেক আগে।
ক্লিনিকে আসা রোগী মরিয়ম বেগম (৫০), জুমা আক্তার (৩৫), সুমন (২৪) এবং রাজ্জাক (৫৬) একই কথা বললেন। তাঁরা মাথা ব্যাথা, জ্বর, ঠান্ডাসহ নানা রোগের কারণে ওষুধ নিতে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়দ্বায়িত্বরত সেবাদাতা বলেন, বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের ভবন জরাজীর্ন। ক্লিনিগুলোতে নেই প্রয়োজনীয় ওষুধ। আর স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী কাজে নিয়মিত না।
সিএইচসিপির সংগঠনের রায়পুরা উপজেলার সাধারণ সম্পাদক এস এম শরিফ বলেন, ‘আমরা একই বেতনে দীর্ঘ দিন ধরে নানা প্রতিকূলতায় প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিতে কাজ করে যাচ্ছি। সরকারের কাছে আকুল আবেদন আমাদের রাজস্ব খাতে অনর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।’
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরউদ্দিন খান মো জাহাঙ্গীর বলেন, ‘সরজমিনে সব ক্লিনিক ঘুরে নানাবিধ সমস্যার চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। গ্রামের দরিদ্র মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের প্রত্যাশা বাস্তবায়নে আমার পক্ষ থেকে যা যা করনীয়, তাই করার চেষ্টা করে যাচ্ছি।’
নরসিংদীর রায়পুরায় জরাজীর্ণ ভবন, ঔষধ সল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্লিনিকগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত জনবল নিয়োগ করে, ঔষধের বরাদ্দ বৃদ্ধি করে, কেন্দ্রগুলো নজরদারিতে রাখা হোক। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অদিদপ্তর বলছে, সরজমিনে সব ক্লিনিক ঘুরে নানাবিধ সমস্যার চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করে। এ সব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করার কথা।
উপজেলায় মোট ৫৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। মাত্র ২টি ক্লিনিক থেকে পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে। ৩৫টি ক্লিনিকের ভবন একেবারে জরাজীর্ণ। ১৭ টির অবস্থা কিছুটা ভালো। ২টি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদায়ক (সিএইচসিপি) নেই। সেখানে কয়েক জন ভলান্টিয়ার কাজ করেন। প্রতি ছয় হাজার জন্য একটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার কথা।
সরেজমিনে বেশ কিছু ক্লিনিক ঘুরে জানা গেছে, বেশিরভাগ কেন্দ্র অবকাঠামো সমস্যা, শৌচাগার, পানি, বিদ্যুসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন মেরামত না করায় ভবন জরাজীর্ণ। কিছু ক্লিনিকে সিএইচসিপি নেই। কিছু ক্লিনিকে সিএইচসিপি থাকলেও তাঁরা ঠিক সময়ে আসেন না বা এলেও তাড়াতাড়ি চলে যান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সকাল ৯টার মধ্যে ক্লিনিক খোলার কথা থাকলেও বেশ কিছু ক্লিনিক ১০টা পর্যন্ত তালাবদ্ধ থাকে। অনেক স্বাস্থকর্মী সময়মতো এলেও চলে যান নির্দিষ্ট সময়ের অনেক আগে।
ক্লিনিকে আসা রোগী মরিয়ম বেগম (৫০), জুমা আক্তার (৩৫), সুমন (২৪) এবং রাজ্জাক (৫৬) একই কথা বললেন। তাঁরা মাথা ব্যাথা, জ্বর, ঠান্ডাসহ নানা রোগের কারণে ওষুধ নিতে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়দ্বায়িত্বরত সেবাদাতা বলেন, বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের ভবন জরাজীর্ন। ক্লিনিগুলোতে নেই প্রয়োজনীয় ওষুধ। আর স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী কাজে নিয়মিত না।
সিএইচসিপির সংগঠনের রায়পুরা উপজেলার সাধারণ সম্পাদক এস এম শরিফ বলেন, ‘আমরা একই বেতনে দীর্ঘ দিন ধরে নানা প্রতিকূলতায় প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিতে কাজ করে যাচ্ছি। সরকারের কাছে আকুল আবেদন আমাদের রাজস্ব খাতে অনর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।’
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরউদ্দিন খান মো জাহাঙ্গীর বলেন, ‘সরজমিনে সব ক্লিনিক ঘুরে নানাবিধ সমস্যার চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। গ্রামের দরিদ্র মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের প্রত্যাশা বাস্তবায়নে আমার পক্ষ থেকে যা যা করনীয়, তাই করার চেষ্টা করে যাচ্ছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে