তৌফিকুল ইসলাম, ঢাকা
সড়ক অবকাঠামোর মেগা প্রকল্পের ওপর ভর করেই বদলে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। করোনা মহামারির বাস্তবতায় সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে ছিল চ্যালেঞ্জ। তারপরেও চলতি বছরের মেগা প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে গেছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। ২০২২ সালে পদ্মা সেতুসহ আরও তিনটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করতে চায় সরকার।
এসব প্রকল্পের বিষয়ে বিভিন্ন সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২২ সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে চারটি মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে। এর মধ্যে রয়েছে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও বিআরটি প্রকল্প। সরকারের লক্ষ্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।
শেষের পথে পদ্মা সেতু
সরকারের অন্যতম বড় প্রকল্প পদ্মা সেতু। সবার দৃষ্টি এখন এ সেতুর দিকে, কবে চালু হবে। এ বছরের শেষে এসে প্রকল্পের আর ৪ দশমিক ৭৫ ভাগ কাজ বাকি। সরকার ঘোষণা দিয়েছে সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের জুনে স্বপ্নের এই সেতু গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে সেতুর নিচের রেলপথ একই সঙ্গে চালু হচ্ছে না। ২০১৫ সালের ১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতুতে এখন চলছে শেষ পর্যায়ের কাজ। সেতুর দুই পাশে প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও শেষ হওয়ার পথে। পদ্মা সেতুর নিচের ডেকে রেললাইনের পাশ দিয়ে গ্যাস পাইপলাইন বসানোর কাজ চলছে। এর পাশাপাশি সেতুর সড়কপথে চলছে পিচ ঢালাইয়ের কাজ। সেতুকে আলোকিত করতে বসছে ল্যাম্পপোস্ট।
পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সেতুর বাকি থাকা কাজগুলো পর্যায়ক্রমে শেষের পথে আছে। আমরা আশা করছি ২০২২ সালের জুনের আগেই শেষ হবে সব কাজ। জুনে সেতুর সড়কপথ চালু হয়ে যাবে।’
মেট্রোরেল এখন বাস্তব
বছরজুড়েই চলেছে ঢাকাবাসীর স্বপ্নের প্রকল্প মেট্রোরেলের কাজ। গত ২৯ আগস্ট প্রথমবারের মতো মেট্রোরেল ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চালানো হয়। ওই দিন ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফিরে যায় মেট্রোরেল। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচলের জন্য পারফরমেন্স পরীক্ষা চলছে। গত ১২ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলেছে। ২০২২ সালের ডিসেম্বরে সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো ট্রেন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০১২ সালে শুরু হয়েছে এ প্রকল্পের কাজ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজকের পত্রিকা’কে বলেন, ‘২০২২ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও যাত্রী পরিবহনের জন্য চলবে এবং ২০২৩ সালের ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল।’
নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গপথ
বাস্তবায়নের পথে চট্টগ্রামের সম্ভাবনাময় কর্ণফুলী টানেল প্রকল্প। দেশে প্রথমবারের মতো কোনো নদীর তলদেশে নির্মাণাধীন এই টানেলের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত চার লেন বিশিষ্ট ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ টানেলে আছে দুটি টিউব। এই টানেলও ২০২২ সালের ডিসেম্বরে চালু করতে চায় সরকার। সে অনুযায়ী কাজ চলছে।
প্রকল্পের বিষয়ে কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘কর্ণফুলী টানেলের কাজের অগ্রগতি ৭৬ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।’
বিআরটির ভোগান্তি শেষ হচ্ছে
গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার বাসের জন্য আলাদা লেন বিশিষ্ট বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প শুরু হয় ২০১২ সালে। চার বছরে কাজ শেষ করার কথা থাকলেও ১০ বছরে তা শেষ হয়নি। ঠিক সময়ে কাজ শেষ না হওয়াই এ পথে চলাচলকারী মানুষজনকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সরকার বলছে, এ প্রকল্পের কাজ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
প্রকল্পের বিষয়ে ঢাকা বিআরটির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজ এখন যেভাবে চলছে তাতে ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে, যদি এর মধ্যে ওমিক্রম কোনো বাধা না সৃষ্টি করে। ইতিমধ্যে স্টেশনের ইলেকট্রনিক সামগ্রী এবং ১৩০টি বাস কেনার জন্য এডিবির কাছে অনুমোদনের জন্য বলা হয়েছে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
সড়ক অবকাঠামোর মেগা প্রকল্পের ওপর ভর করেই বদলে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। করোনা মহামারির বাস্তবতায় সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে ছিল চ্যালেঞ্জ। তারপরেও চলতি বছরের মেগা প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে গেছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। ২০২২ সালে পদ্মা সেতুসহ আরও তিনটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করতে চায় সরকার।
এসব প্রকল্পের বিষয়ে বিভিন্ন সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২২ সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে চারটি মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে। এর মধ্যে রয়েছে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও বিআরটি প্রকল্প। সরকারের লক্ষ্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।
শেষের পথে পদ্মা সেতু
সরকারের অন্যতম বড় প্রকল্প পদ্মা সেতু। সবার দৃষ্টি এখন এ সেতুর দিকে, কবে চালু হবে। এ বছরের শেষে এসে প্রকল্পের আর ৪ দশমিক ৭৫ ভাগ কাজ বাকি। সরকার ঘোষণা দিয়েছে সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের জুনে স্বপ্নের এই সেতু গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে সেতুর নিচের রেলপথ একই সঙ্গে চালু হচ্ছে না। ২০১৫ সালের ১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতুতে এখন চলছে শেষ পর্যায়ের কাজ। সেতুর দুই পাশে প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও শেষ হওয়ার পথে। পদ্মা সেতুর নিচের ডেকে রেললাইনের পাশ দিয়ে গ্যাস পাইপলাইন বসানোর কাজ চলছে। এর পাশাপাশি সেতুর সড়কপথে চলছে পিচ ঢালাইয়ের কাজ। সেতুকে আলোকিত করতে বসছে ল্যাম্পপোস্ট।
পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সেতুর বাকি থাকা কাজগুলো পর্যায়ক্রমে শেষের পথে আছে। আমরা আশা করছি ২০২২ সালের জুনের আগেই শেষ হবে সব কাজ। জুনে সেতুর সড়কপথ চালু হয়ে যাবে।’
মেট্রোরেল এখন বাস্তব
বছরজুড়েই চলেছে ঢাকাবাসীর স্বপ্নের প্রকল্প মেট্রোরেলের কাজ। গত ২৯ আগস্ট প্রথমবারের মতো মেট্রোরেল ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চালানো হয়। ওই দিন ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফিরে যায় মেট্রোরেল। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচলের জন্য পারফরমেন্স পরীক্ষা চলছে। গত ১২ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলেছে। ২০২২ সালের ডিসেম্বরে সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো ট্রেন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০১২ সালে শুরু হয়েছে এ প্রকল্পের কাজ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজকের পত্রিকা’কে বলেন, ‘২০২২ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও যাত্রী পরিবহনের জন্য চলবে এবং ২০২৩ সালের ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল।’
নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গপথ
বাস্তবায়নের পথে চট্টগ্রামের সম্ভাবনাময় কর্ণফুলী টানেল প্রকল্প। দেশে প্রথমবারের মতো কোনো নদীর তলদেশে নির্মাণাধীন এই টানেলের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত চার লেন বিশিষ্ট ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ টানেলে আছে দুটি টিউব। এই টানেলও ২০২২ সালের ডিসেম্বরে চালু করতে চায় সরকার। সে অনুযায়ী কাজ চলছে।
প্রকল্পের বিষয়ে কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘কর্ণফুলী টানেলের কাজের অগ্রগতি ৭৬ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।’
বিআরটির ভোগান্তি শেষ হচ্ছে
গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার বাসের জন্য আলাদা লেন বিশিষ্ট বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প শুরু হয় ২০১২ সালে। চার বছরে কাজ শেষ করার কথা থাকলেও ১০ বছরে তা শেষ হয়নি। ঠিক সময়ে কাজ শেষ না হওয়াই এ পথে চলাচলকারী মানুষজনকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সরকার বলছে, এ প্রকল্পের কাজ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
প্রকল্পের বিষয়ে ঢাকা বিআরটির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজ এখন যেভাবে চলছে তাতে ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে, যদি এর মধ্যে ওমিক্রম কোনো বাধা না সৃষ্টি করে। ইতিমধ্যে স্টেশনের ইলেকট্রনিক সামগ্রী এবং ১৩০টি বাস কেনার জন্য এডিবির কাছে অনুমোদনের জন্য বলা হয়েছে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে