Ajker Patrika

ওড়না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৯: ৪১
ওড়না

জামা ও প্যান্ট খুব দ্রুত পুরোনো হয়ে ব্যবহারের অনুপযোগী হলেও ওড়না কিন্তু তুলনামূলক কম নষ্ট হয়। পুরোনো সেই ওড়না ঘর ও নিজের প্রয়োজনে কাজে লাগানো যায়।

কাফতান

সুন্দর প্রিন্টের বড় ওড়না দিয়ে কাফতান বানিয়ে পরতে পারেন। ঢিলেঢালা কাফতান ঘুমানোর পোশাক হিসেবে মন্দ নয়।

পর্দা

ওড়নার যে দৈর্ঘ্য, তাতে অনায়াসে রান্নাঘর ও স্নানঘরের জানালার পর্দা বানিয়ে ফেলা যায়। ওড়নার মাঝখান থেকে কেটে ফেলুন। এরপর কাটা অংশ মুড়ে হাতে সেলাই করে নিন। রিবন বা ফিতে ঢুকিয়ে টাঙিয়ে দিন জানালায়।

হ্যান্ডব্যাগের শোভাবর্ধন

জর্জেটের কম বহরের স্কার্ফ হ্যান্ডব্যাগের সঙ্গে বো করে বেঁধে দিন। দারুণ স্টাইলিশ দেখাবে আপনার প্রতিদিনের ব্যবহৃত ব্যাগটি।

হেয়ারব্যান্ড হিসেবে

চুল বাঁধার জন্য জর্জেটের ফুলতোলা বা অ্যানিমেল প্রিন্টের স্কার্ফগুলো ব্যবহার করতে পারেন। রংচঙে পোশাকের সঙ্গে দারুণ মানাবে কিন্তু!

ওয়ালম্যাট

ভালো কাপড়ের ও একটু নকশা করা ওড়না ওয়ালম্যাটের মতো ঝুলিয়ে দিতে পারেন বেডরুমের খাটের পেছনে। বোহেমিয়ান ঘরানায় যাঁরা ঘর সাজাতে ভালোবাসেন, তাঁদের জন্য বুদ্ধিটা মন্দ নয়!

সূত্র: ডাই ক্র‍্যাফটস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত