Ajker Patrika

আলী যাকের স্মরণে নতুন মঞ্চনাটকে আসাদুজ্জামান নূর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আলী যাকের স্মরণে নতুন মঞ্চনাটকে আসাদুজ্জামান নূর

টেলিভিশন ও মঞ্চ—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করেছেন আসাদুজ্জামান নূর। রাজনৈতিক ব্যস্ততার কারণে অভিনয়ে এখন নিয়মিত দেখা যায় না তাঁকে। তবে সময় পেলেই হাজির হন ক্যামেরার সামনে। যাঁরা আসাদুজ্জামান নূরের মঞ্চনাটক দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য সুখবর। ‘আলী যাকের নতুনের উৎসব’ উপলক্ষে নতুন এক মঞ্চনাটকে অভিনয় করছেন নূর। নাটকের নাম ‘রিমান্ড’।

শিল্পকলা একাডেমিতে ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘আলী যাকের নতুনের উৎসব’ শিরোনামে ছয় দিনের নাট্যোৎসব। এবার ৫টি নতুন নাটক মঞ্চায়ন করা হবে। উৎসবের দ্বিতীয় দিন ২২ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে প্রদর্শিত হবে রেপার্টরি নাট্যদল হৃৎমঞ্চের নাটক ‘রিমান্ড’। এতে লেখকের চরিত্রে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।

রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক, তাঁকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টানটান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনি। নাটকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে জ্যোতি সিনহাকে। এ ছাড়া অভিনয় করছেন কামাল উদ্দীন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, সজিব ও শম্পা। মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির, আলো পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনায় আছেন আইরিন পারভিন লোপা।

২০১৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রণোদনায় পাঁচটি নাটক নিয়ে প্রথমবারের মতো উদ্‌যাপিত হয় ‘নতুনের উৎসব’। করোনার কারণে বন্ধ থাকার পর এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে উৎসবটি। নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আলী যাকেরকে স্মরণ করে এবারের উৎসবের নামকরণ করা হয়েছে ‘আলী যাকের নতুনের উৎসব’। উৎসবটি যৌথভাবে আয়োজন করছে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত