রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের জঙ্গল পোমরা এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কয়েক দিন ধরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য মাটির ৭০ ফুট গভীরে বোমা ফাটানোর প্রক্রিয়া চালিয়ে আসছে। এতে পোমরা ও আশপাশের এলাকা বিকট শব্দে কেঁপে উঠছে।
এই কম্পনের কারণে অনেক নতুন-পুরোনো ভবনে ফাটল দেখা দিয়েছে। আবার বাপেক্স এই বিস্ফোরণের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়নি। এতে বোমা ফাটানোর বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছে। অনেকেই ফেসবুকে শব্দের কারণ জানতে চেয়ে পোস্ট দিচ্ছে।
পোমরা শান্তিরহাট এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব বলেন, ‘বাপেক্স শান্তিরহাট বঙ্গবন্ধু স্কুলের কাছাকাছি এলাকায় গত বুধবার সারা দিন বিস্ফোরণ ঘটিয়েছে। শক্তিশালী বিস্ফোরণের কারণে আশপাশের এলাকায় ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠছে। অনেক ভবনে ফাটল ধরেছে। আমার নিজের ভবনেও ফাটল ধরেছে। বিষয়টি তাদের জানালে তারা এসে ছবি তুলে নিয়ে গেছে।’
জাহেদুল আলম আরও বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের আগে থেকে না জানিয়ে বাপেক্সের এমন কাজ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনতিবিলম্বে ঘরবাড়ি ক্ষতি হয় এমন কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।’
ফেসবুকে গত বুধবার সাইফুল ইসলাম নামের একজন পোস্ট করে জানতে চান, ‘সারা দিন থেকে থেকে বাড়িঘর কেঁপে কেঁপে উঠছে। কেউ কী এর কারণ জানেন?’
এই পোস্টে কমেন্ট করেন নুরুল আমিন। তিনি লেখেন, ‘প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। পরে দেখি এটি বারবার হচ্ছে। ওই পোস্টে শতাধিক ব্যক্তি মন্তব্য করলেও কেউ সঠিক তথ্য দিতে পারেননি। সবাই শুধু প্রশ্ন করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, বাপেক্সের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তবে এমন কাজ শুরুর আগে মাইকিং করা প্রয়োজন ছিল। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের জঙ্গল পোমরা এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কয়েক দিন ধরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য মাটির ৭০ ফুট গভীরে বোমা ফাটানোর প্রক্রিয়া চালিয়ে আসছে। এতে পোমরা ও আশপাশের এলাকা বিকট শব্দে কেঁপে উঠছে।
এই কম্পনের কারণে অনেক নতুন-পুরোনো ভবনে ফাটল দেখা দিয়েছে। আবার বাপেক্স এই বিস্ফোরণের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়নি। এতে বোমা ফাটানোর বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছে। অনেকেই ফেসবুকে শব্দের কারণ জানতে চেয়ে পোস্ট দিচ্ছে।
পোমরা শান্তিরহাট এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব বলেন, ‘বাপেক্স শান্তিরহাট বঙ্গবন্ধু স্কুলের কাছাকাছি এলাকায় গত বুধবার সারা দিন বিস্ফোরণ ঘটিয়েছে। শক্তিশালী বিস্ফোরণের কারণে আশপাশের এলাকায় ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠছে। অনেক ভবনে ফাটল ধরেছে। আমার নিজের ভবনেও ফাটল ধরেছে। বিষয়টি তাদের জানালে তারা এসে ছবি তুলে নিয়ে গেছে।’
জাহেদুল আলম আরও বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের আগে থেকে না জানিয়ে বাপেক্সের এমন কাজ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনতিবিলম্বে ঘরবাড়ি ক্ষতি হয় এমন কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।’
ফেসবুকে গত বুধবার সাইফুল ইসলাম নামের একজন পোস্ট করে জানতে চান, ‘সারা দিন থেকে থেকে বাড়িঘর কেঁপে কেঁপে উঠছে। কেউ কী এর কারণ জানেন?’
এই পোস্টে কমেন্ট করেন নুরুল আমিন। তিনি লেখেন, ‘প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। পরে দেখি এটি বারবার হচ্ছে। ওই পোস্টে শতাধিক ব্যক্তি মন্তব্য করলেও কেউ সঠিক তথ্য দিতে পারেননি। সবাই শুধু প্রশ্ন করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, বাপেক্সের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তবে এমন কাজ শুরুর আগে মাইকিং করা প্রয়োজন ছিল। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে