Ajker Patrika

মুম্বাইয়ে শুরু জয়ার হিন্দি সিনেমার শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৬: ৩০
মুম্বাইয়ে শুরু জয়ার হিন্দি সিনেমার শুটিং

দেশের পাশাপাশি টালিউডেও জনপ্রিয় জয়া আহসান। টালিউডের গণ্ডি পেরিয়ে এবার জয়া নাম লিখিয়েছেন বলিউডে। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় হিন্দি সিনেমায় কাজ করছেন তিনি। এটি অনিরুদ্ধ রায়ের তৃতীয় হিন্দি সিনেমা। মুখ্য চরিত্রে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। থাকবেন ‘দিল বেচারা’খ্যাত বলিউড অভিনেত্রী সাঞ্জানা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। মঙ্গলবার থেকে মুম্বাইয়ে শুরু হয়েছে শুটিং। গত সপ্তাহ পর্যন্ত সিনেমার নাম শোনা গেছে ‘করক সিং’। তবে গতকাল ভারতীয় গণমাধ্যমগুলো নির্মাতার বরাত দিয়ে বলেছে, নাম এখনো চূড়ান্ত করা যায়নি।

সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভারতে গিয়েছিলেন জয়া। নিজের পরবর্তী সিনেমা ‘লস্ট’ নিয়ে কথা বলতে অনিরুদ্ধ রায় চৌধুরীও যোগ দিয়েছিলেন উৎসবে। ধারণা করা হচ্ছে, সেখানেই নির্মাতা ও অভিনেত্রীর চূড়ান্ত কথা হয়েছে।

নিজের প্রথম হিন্দি সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ‘যখন আমার কাছে প্রস্তাবটি আসে, তখন থেকেই একধরনের রোমাঞ্চ কাজ করছে। হ্যাঁ বলতে বেশি সময় নিইনি। কারণ, এটি বানাচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর এতে সহ-অভিনেতা হিসেবে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। আমি অনেক দিন ধরেই তাঁদের সঙ্গে কাজ করতে চাইছিলাম। প্রথম হিন্দি সিনেমায় তাঁদের একসঙ্গে পাওয়া আমার আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’ চরিত্র নিয়ে বিশদ কিছু না বললেও জয়া জানিয়েছেন, তাঁর চরিত্রটি সিনেমার অবিচ্ছেদ্য অংশ।

(বাঁ থেকে) সাঞ্জানা সাংঘি, পঙ্কজ ত্রিপাঠী, জয়া আহসান ও পার্বতীএই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ‘মূলত তিনটি কারণে এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। প্রথমত, এর স্ক্রিপ্ট। সম্প্রতি অনেক স্ক্রিপ্ট পড়েছি। এই স্ক্রিপ্টটি ছিল সবচেয়ে আশ্চর্যজনক। দ্বিতীয়ত, আমি অনেক দিন ধরেই অনিরুদ্ধর সঙ্গে কাজ করতে চাইছিলাম, যিনি একজন খুব ভালো পরিচালক। তৃতীয়ত, উইজ ফিল্মস একটি দুর্দান্ত প্রযোজনা সংস্থা।’

নির্মাতা অনিরুদ্ধ রায় বলেন, ‘বিপদের মুখে পড়লে সবাই কীভাবে এক জোট হয়ে কাজ করতে পারে, তারই বহুস্তরীয় একটি গল্প দেখা যাবে এই সিনেমায়। পঙ্কজ, জয়া, সঞ্জনাসহ দুর্দান্ত একটা টিম নিয়ে কাজ করছি। আশা করছি, ভালো একটা কাজ উপহার দিতে পারব।’

মুম্বাইয়ে প্রথম লটের শুটিং শেষে টানা ২০ থেকে ২৫ দিন শুটিং হবে কলকাতায়। আগামী বছর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে। উইজ ফিল্মসের সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছেন শ্যাম সুন্দর ও ইন্দ্রানী মুখোপাধ্যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত