ঋণ দেওয়ার প্রলোভন সঞ্চয় নিয়ে লাপাত্তা

গৌরনদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০৫: ২০
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ০৮

ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও বেকার যুবকদের ঋণ দেওয়ার নাম করে সমিতির মাধ্যমে তাঁদের সঞ্চয় হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছ একটি ভুয়া এনজিওর বিরুদ্ধে। শুধু তাই নয় আর কে ফাউন্ডেশন নামের ওই এনজিওর অফিসেও এখন তালা ঝুলছে। প্রতারণার স্বীকার হওয়া শতাধিক ব্যক্তি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামের শওকত লস্কর, নন্দনপট্টি গ্রামের কামাল হাওলাদার ও রাজাপুর গ্রামের সুজন হাওলাদার ও আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের অশোক মন্ডল, রাব্বি সরদারসহ অন্য ভুক্তভোগীরা জানান, আরকে ফাউন্ডেশন নামের এনজিওটি ক্ষুদ্র ঋণ দেওয়ার নাম করে তাদের প্রতিজনের কাছ থেকে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় জমা করে। সোমবার তাঁদের মধ্যে ঋণ বিতরণের দিন ধার্য ছিল। তাঁরা খাঞ্জাপুরে এনজিওটির কার্যালয়ে গেলে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে ওই অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম এবং মাঠ কর্মকর্তা শিশিরের নম্বরে ফোন করলে নম্বর বন্ধ পান।

ভবন মালিক টুটুল হাওলাদারের শ্বশুর এচাহাক হাওলাদার জানান, তাঁর মেয়ে জামাই প্রবাসে থাকায় তিনি অফিসটি ভাড়া দিয়েছেন। জানুয়ারির ১ তারিখ থেকে ভাড়াটেদের সব কাগজপত্র দেওয়ার কথা ছিল।

ব্রাঞ্চ ম্যানেজারের মো. তৌহিদুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য মুঠো ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসকে ফোন দিলে জানান ভুক্তভোগীদের কাছ থেকে বিষয়টি শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত