হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় দুই ধাপে টিসিবির পণ্য পাবে ৫২ হাজার ৭৯৩ পরিবার। রমজানের শুরু ও শেষে দুই ধাপে তারা স্বল্পমূল্যের এসব পণ্য কেনার সুযোগ পাবে। তবে পণ্য পেতে ভোগান্তির অভিযোগ করেছেন সুবিধাভোগীরা।
গতকাল বুধবার সকাল থেকে হাতিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সুবিধাভোগীদের জন্য তিনটি কেন্দ্রে এই পণ্য কেনার ব্যবস্থা করা হয়। এর মধ্যে ওচখালীতে একটি, লক্ষ্মীদিয়া বড় পোলে একটি ও চৌমুহনী বাজারে একটি বিক্রয় কেন্দ্র চালু করা হয়।
এসব কেন্দ্রে গিয়ে দেখা গেছে, তীব্র গরমের মধ্যে মানুষের দীর্ঘ সারি। পুরুষের পাশাপাশি মহিলারাও সারিতে দাঁড়িয়ে আছেন পণ্য কেনার জন্য।
সারিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন অভিযোগ করে বলেন, সকালে পণ্যগুলো এনে স্ব-স্ব কেন্দ্রে মজুত করা যেত। এখন বেলা ১১টা। এখনো বিক্রি শুরু হয়নি। শুনেছি এখনো পণ্য এসে পৌঁছায়নি। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে পণ্য কিনে যে সুবিধা পাব, এর চেয়ে খেতে-খামারে কাজ করে বাজার থেকে একই পণ্য কিনলে সমান লাভ হবে। সুবিধার নামে এভাবে লাইনে দাঁড়িয়ে শুধু কষ্ট দেওয়া ছাড়া কিছুই না।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এই সুযোগ পেয়েছে ৫২ হাজার ৭৯২টি পরিবার।
এর মধ্যে হরনী ইউনিয়নে ৩ হাজার ৮৫৯, চানন্দীতে ৫ হাজার ৪০৪, সূখচরে ২ হাজার ২০৮, নলচিরাতে ২ হাজার ৮২৩, চরকিংয়ে ৫ হাজার ৪৫, চরঈশ্বরে ৪ হাজার ৪৯, পৌরসভায় ৪ হাজার ৪৬০, তমরদ্দিতে ৪ হাজার ৪৯৮, সোনাদিয়ায় ৫ হাজার ৩৬৩, বুড়িরচরে ৬ হাজার ৩০২, জাহাজমারায় ৭ হাজার ৭ ও নিঝুমদ্বীপ ইউনিয়নে ১ হাজার ৭৭১টি পরিবার রয়েছে।
প্রতিটি পরিবার প্রথম ধাপে ২ লিটার তৈল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কেনার সুযোগ পাচ্ছে। এ জন্য খরচ হয়েছে মোট ৪৬০ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হাতিয়ায় টিসিবির পণ্য বিক্রির জন্য ডিলার রয়েছে একটি। চারদলীয় জোট সরকারের আমলে টিসিবির পণ্য বিক্রির জন্য হাতিয়ায় দুজনকে লাইসেন্স দেওয়া হয়। একজন নদীর ওপারে হরণী ও চানন্দী ইউনিয়নে পণ্য বিক্রি করবে। অন্যজন হাতিয়ার মূল ভূখণ্ডের বাকি অংশ কাভার করবে।
কিন্তু ডিলারদের মধ্যে একজনের মৃত্যু হলে শুধু এক ডিলারকে হাতিয়ারয় সব পণ্য বিক্রি করতে হচ্ছে। এতে সময়মতো পণ্য সরবরাহ করা ও বিক্রিতে সময় ঠিক রাখা সম্ভব হয়ে উঠছে না।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, হাতিয়াতে ২৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে স্বল্পমূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম শুরু হয়।
প্রথমে চরাঞ্চলে ও নদীর ওপারের ইউনিয়নগুলোতে বিক্রি করা হয়। এখন পৌরসভাসহ মূল ভূখণ্ডে চলছে। প্রথম ধাপে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শেষ হলে দ্বিতীয় ধাপে শুরু হবে।
তবে দ্বিতীয় ধাপে কী কী পণ্য দেওয়া হবে, তা এখনো জানা যায়নি। হাতিয়ায় একাধিক ডিলার নিয়োগের ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
নোয়াখালীর হাতিয়ায় দুই ধাপে টিসিবির পণ্য পাবে ৫২ হাজার ৭৯৩ পরিবার। রমজানের শুরু ও শেষে দুই ধাপে তারা স্বল্পমূল্যের এসব পণ্য কেনার সুযোগ পাবে। তবে পণ্য পেতে ভোগান্তির অভিযোগ করেছেন সুবিধাভোগীরা।
গতকাল বুধবার সকাল থেকে হাতিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সুবিধাভোগীদের জন্য তিনটি কেন্দ্রে এই পণ্য কেনার ব্যবস্থা করা হয়। এর মধ্যে ওচখালীতে একটি, লক্ষ্মীদিয়া বড় পোলে একটি ও চৌমুহনী বাজারে একটি বিক্রয় কেন্দ্র চালু করা হয়।
এসব কেন্দ্রে গিয়ে দেখা গেছে, তীব্র গরমের মধ্যে মানুষের দীর্ঘ সারি। পুরুষের পাশাপাশি মহিলারাও সারিতে দাঁড়িয়ে আছেন পণ্য কেনার জন্য।
সারিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন অভিযোগ করে বলেন, সকালে পণ্যগুলো এনে স্ব-স্ব কেন্দ্রে মজুত করা যেত। এখন বেলা ১১টা। এখনো বিক্রি শুরু হয়নি। শুনেছি এখনো পণ্য এসে পৌঁছায়নি। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে পণ্য কিনে যে সুবিধা পাব, এর চেয়ে খেতে-খামারে কাজ করে বাজার থেকে একই পণ্য কিনলে সমান লাভ হবে। সুবিধার নামে এভাবে লাইনে দাঁড়িয়ে শুধু কষ্ট দেওয়া ছাড়া কিছুই না।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এই সুযোগ পেয়েছে ৫২ হাজার ৭৯২টি পরিবার।
এর মধ্যে হরনী ইউনিয়নে ৩ হাজার ৮৫৯, চানন্দীতে ৫ হাজার ৪০৪, সূখচরে ২ হাজার ২০৮, নলচিরাতে ২ হাজার ৮২৩, চরকিংয়ে ৫ হাজার ৪৫, চরঈশ্বরে ৪ হাজার ৪৯, পৌরসভায় ৪ হাজার ৪৬০, তমরদ্দিতে ৪ হাজার ৪৯৮, সোনাদিয়ায় ৫ হাজার ৩৬৩, বুড়িরচরে ৬ হাজার ৩০২, জাহাজমারায় ৭ হাজার ৭ ও নিঝুমদ্বীপ ইউনিয়নে ১ হাজার ৭৭১টি পরিবার রয়েছে।
প্রতিটি পরিবার প্রথম ধাপে ২ লিটার তৈল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কেনার সুযোগ পাচ্ছে। এ জন্য খরচ হয়েছে মোট ৪৬০ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হাতিয়ায় টিসিবির পণ্য বিক্রির জন্য ডিলার রয়েছে একটি। চারদলীয় জোট সরকারের আমলে টিসিবির পণ্য বিক্রির জন্য হাতিয়ায় দুজনকে লাইসেন্স দেওয়া হয়। একজন নদীর ওপারে হরণী ও চানন্দী ইউনিয়নে পণ্য বিক্রি করবে। অন্যজন হাতিয়ার মূল ভূখণ্ডের বাকি অংশ কাভার করবে।
কিন্তু ডিলারদের মধ্যে একজনের মৃত্যু হলে শুধু এক ডিলারকে হাতিয়ারয় সব পণ্য বিক্রি করতে হচ্ছে। এতে সময়মতো পণ্য সরবরাহ করা ও বিক্রিতে সময় ঠিক রাখা সম্ভব হয়ে উঠছে না।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, হাতিয়াতে ২৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে স্বল্পমূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম শুরু হয়।
প্রথমে চরাঞ্চলে ও নদীর ওপারের ইউনিয়নগুলোতে বিক্রি করা হয়। এখন পৌরসভাসহ মূল ভূখণ্ডে চলছে। প্রথম ধাপে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শেষ হলে দ্বিতীয় ধাপে শুরু হবে।
তবে দ্বিতীয় ধাপে কী কী পণ্য দেওয়া হবে, তা এখনো জানা যায়নি। হাতিয়ায় একাধিক ডিলার নিয়োগের ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে