Ajker Patrika

নিজেরই নিয়োগপত্র নেই তিনিই দিচ্ছেন চাকরি!

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নিজেরই নিয়োগপত্র নেই তিনিই দিচ্ছেন চাকরি!

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের নির্মাণকাজে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শহরের নীচুকলোনি এলাকা থেকে সোমবার রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. ফুলচান প্রামাণিক। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলচান নিজেকে একটি কোম্পানির ফোরম্যান দাবি করে জানান, এই কোম্পানি সৈয়দপুর বিমানবন্দরের নির্মাণকাজ পেয়েছে এবং এ কাজের জন্য ৪০০ শ্রমিক নিয়োগ করা হবে।

এ প্রচার চালিয়ে ফুলচান বিভিন্ন এলাকার প্রায় ৫০ জনের কাছ থেকে ৫ থেকে ৬ হাজার করে টাকা এবং জীবনবৃত্তান্ত নেন। তবে তিনি নিজের নিয়োগপত্র বা কোনো প্রমাণ দেখাতে পারেননি।

ভুক্তভোগীরা জানান, নিয়োগের কথা বলে তাঁদের ১০ দিন ধরে সৈয়দপুরে এনে রাখা হয়েছে। বসে বসে খেয়ে তাঁদের পকেটের জমা টাকা শেষ হয়ে গেছে।

টাঙ্গাইল সদরের রাইসু ইসলাম জানান, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগের কথা বলে তাঁকে সৈয়দপুরে এনে কোম্পানির সিকিউরিটির নামে ৬ হাজার টাকা নেওয়া হয়েছে।

গাইবান্ধার পূর্ব ইদাখালির সাদেক আলী আজকের পত্রিকাকে জানান, বাবুর্চি হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৫ হাজার ৬৪০ টাকা নিয়েছে। তিনি গাইবান্ধা থেকে বাকিতে পাতিল, কড়াই, বালতি, প্লেট, গ্লাসসহ রান্নার সামগ্রী কিনে সৈয়দপুরে আসেন।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফুলচানকে আটক করা হলেও এ ব্যাপারে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত