কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন তরগাঁও ও সাফাইশ্রী গ্ৰামের বাসিন্দারা। গতকাল শনিবার বিকেলে সাফাইশ্রী নদীর ঘাট এলাকায় এ মানববন্ধন হয়। তাঁদের দাবি, বানার নদের ওপর সেতু নির্মাণ করে তরগাঁও গ্ৰামের সঙ্গে সাফাইশ্রী গ্ৰামের যোগাযোগ স্থাপিত হোক। এই কর্মসূচিতে দুই গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেন।
এদিকে, সেতু নির্মাণের বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, সেতু নির্মাণের বিষয়ে স্থানীয়দের করা আবেদনপত্র পেয়েছেন। প্রাথমিক পর্যায়ে সেতু নির্মাণের গুরুত্ব যাচাই করা হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সেতুর অভাবে বানার নদের দুই পারের দুই গ্ৰাম তরগাঁও ও সাফাইশ্রী বিচ্ছিন্ন। এর জন্য দুই পারের মানুষের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই এই দুই গ্রামকে সড়কপথে যুক্ত করতে সেতুর দাবি দীর্ঘদিনের।
সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ গনি বলেন, নদীর দুই পারের মানুষ কষ্ট করে নৌকায় যাতায়াত করে। সেতুটি তৈরি হলে দুই পারের বাসিন্দাসহ কাপাসিয়া থেকে পাশের নরসিংদী জেলার মনোহরদী পর্যন্ত মানুষের চলাচলে ব্যাপক পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন বলেন, প্রতিদিন সাফাইশ্রী থেকে তরগাঁও যেতে নদটি নৌকায় পার হয় অনেক মানুষ। এতে সময় যেমন নষ্ট হয়, তেমনি খরচও বেড়ে যায়। তাই যৌক্তিক দাবি নিয়ে তাঁদের আজকের মানববন্ধন। এলাকার প্রবীণ রেনু মিয়া বলেন, এলাকাবাসীর বহু দিনের চাওয়া সেখানে একটি সেতু হবে। এলাকাবাসী কাপাসিয়া সদরে সহজে আসা-যাওয়া করতে পারবেন। এ নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে কিন্তু কাজ হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া আরিফুল ইসলাম বলেন, অর্থনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনাময় কাপাসিয়ার দুই পাড়ের মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করতে সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘আমরা আগেই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এখানে সেতু তৈরির জন্য আবেদন পেয়েছি। প্রাথমিক পর্যায়ে সেখানে সেতু তৈরির গুরুত্ব যাচাই করা হচ্ছে। পরে এ-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন তরগাঁও ও সাফাইশ্রী গ্ৰামের বাসিন্দারা। গতকাল শনিবার বিকেলে সাফাইশ্রী নদীর ঘাট এলাকায় এ মানববন্ধন হয়। তাঁদের দাবি, বানার নদের ওপর সেতু নির্মাণ করে তরগাঁও গ্ৰামের সঙ্গে সাফাইশ্রী গ্ৰামের যোগাযোগ স্থাপিত হোক। এই কর্মসূচিতে দুই গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেন।
এদিকে, সেতু নির্মাণের বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, সেতু নির্মাণের বিষয়ে স্থানীয়দের করা আবেদনপত্র পেয়েছেন। প্রাথমিক পর্যায়ে সেতু নির্মাণের গুরুত্ব যাচাই করা হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সেতুর অভাবে বানার নদের দুই পারের দুই গ্ৰাম তরগাঁও ও সাফাইশ্রী বিচ্ছিন্ন। এর জন্য দুই পারের মানুষের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই এই দুই গ্রামকে সড়কপথে যুক্ত করতে সেতুর দাবি দীর্ঘদিনের।
সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ গনি বলেন, নদীর দুই পারের মানুষ কষ্ট করে নৌকায় যাতায়াত করে। সেতুটি তৈরি হলে দুই পারের বাসিন্দাসহ কাপাসিয়া থেকে পাশের নরসিংদী জেলার মনোহরদী পর্যন্ত মানুষের চলাচলে ব্যাপক পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন বলেন, প্রতিদিন সাফাইশ্রী থেকে তরগাঁও যেতে নদটি নৌকায় পার হয় অনেক মানুষ। এতে সময় যেমন নষ্ট হয়, তেমনি খরচও বেড়ে যায়। তাই যৌক্তিক দাবি নিয়ে তাঁদের আজকের মানববন্ধন। এলাকার প্রবীণ রেনু মিয়া বলেন, এলাকাবাসীর বহু দিনের চাওয়া সেখানে একটি সেতু হবে। এলাকাবাসী কাপাসিয়া সদরে সহজে আসা-যাওয়া করতে পারবেন। এ নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে কিন্তু কাজ হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া আরিফুল ইসলাম বলেন, অর্থনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনাময় কাপাসিয়ার দুই পাড়ের মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করতে সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘আমরা আগেই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এখানে সেতু তৈরির জন্য আবেদন পেয়েছি। প্রাথমিক পর্যায়ে সেখানে সেতু তৈরির গুরুত্ব যাচাই করা হচ্ছে। পরে এ-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে