Ajker Patrika

পাউবোর জমি থেকে দখলদার উচ্ছেদে ফের অভিযান

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১০: ৩৪
পাউবোর জমি থেকে দখলদার উচ্ছেদে ফের অভিযান

ডুমুরিয়া উপজেলা সদরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি থেকে দখলদারদের উচ্ছেদ অভিযান তৃতীয় ধাপে আবারও শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পাউবোর যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চলছে। গত রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তৃতীয় ধাপের এ উচ্ছেদ অভিযানে বুলু মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়।

এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডুমুরিয়া সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আশপাশ এবং চৌরঙ্গী মোড় থেকে শঙ্খ মহল সিনেমা হল হয়ে আরও পশ্চিম দিক পর্যন্ত এবং ডুমুরিয়া বাজারের বিভিন্ন স্থানে পাউবোর অধিগ্রহণকৃত জমিতে শত শত অবৈধ স্থাপনা থাকলেও সেগুলো উচ্ছেদ না করে বারবার একটি নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করায় এ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এ ছাড়া পাউবোর অধিগ্রহণকৃত জমি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী হ‌ুমায়ূন কবির বুলুসহ আরও কয়েকজন ব্যক্তির আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে চেয়ারম্যান গাজী হ‌ুমায়ূন কবির বুলু জানান, পাউবোর অধিগ্রহণকৃত জমির মধ্যে হতে ১ একর ৪ শতক জমির মালিকানার জন্য আবেদন করলে পাউবো কর্তৃপক্ষের সুপারিশে জেলা প্রশাসক কার্যালয় ২০০৪ সালের ৯ ডিসেম্বর তার অনুমোদন ও ৩১ ডিসেম্বর তাকে জমির দখল বুঝে দেয়। সেই থেকে তিনি জমিতে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমান আর, এস জরিপেও এই জমি তার নামে রেকর্ড হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, গত বছর উচ্ছেদ অভিযান শুরু হলে তিনিসহ আরও কয়েকজন জমির বৈধ দখলদার বাদী হয়ে পাউবো কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা জজ আদালতে মামলা করেছেন। আদালতে চলমান মামলাটি ১১ মে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনার শুনানির জন্য দিন ধার্য থাকলেও তাঁর আগেই পুনরায় তার স্থাপনা ভাঙচুর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে পাউবো খুলনা পৌর শাখা-১ এর উপবিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, ডুমুরিয়া সদরের শালতা ও ভদ্রা নদীর পাশসহ অন্যান্য স্থানে পাউবোর অধিগ্রহণকৃত ৬ একর ৪৫ শতাংশ জমিতে প্রায় তিন শতাধিক ব্যক্তি পাকা, আধপাকা ইমারত নির্মাণসহ অবৈধভাবে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে ইতি পূর্বে আরও দুই বার উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু দখলদারেরা কিছুদিন যেতে না যেতেই আবার তা দখলে নিয়ে নেয়। সম্প্রতি উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে পাউবোর সম্পত্তি উদ্ধার ও দখলে নিতে এ অভিযান শুরু করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

মিজানুর রহমান আরও বলেন, গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা নির্ধারণ করে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এ জন্য নিয়োগ করা হয়েছে ৩টি খননযন্ত্র ও ১৫ সদস্য বিশিষ্ট একটি লেবার টিম।

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এ অভিযানের নেতৃত্ব দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত