রাঙামাটি প্রতিনিধি
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ‘বর্তমান সময়ে কিছু লোকের অপসাংবাদিকতার কারণে গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হচ্ছে। সম্মানজনক পেশাকে হেয় করা হচ্ছে। এটি বন্ধ করতে হবে। সাংবাদিকতার সম্মান রক্ষা করতে হবে। সাংবাদিকতাকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে প্রেস কাউন্সিল কাজ করছে। কেউ যেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করতে না পারে সে জন্য প্রেস কাউন্সিল কাজ করছে।’
গতকাল শনিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নিজামুল হক নাসিম এসব কথা বলেন।
অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম আরও বলেন, সাংবাদিকতার নামে কেউ অপসাংবাদিকতা করলে তাঁর জন্য শাস্তির বিধান রেখে আইন করা হচ্ছে। অপসাংবাদিকতা করলে ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন তৈরি করা হচ্ছে। তবে হত্যা ধর্ষণসহ অন্যান্য ফৌজদারি অপরাধ করলে তাঁর বিরুদ্ধে সাধারণ আইনে বিচার করতে প্রেস কাউন্সিল সুপারিশ করবে। তবে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয় এবং ন্যায়বিচার পান সে জন্য কাজ করবে প্রেস কাউন্সিল। সাংবাদিকের বিরুদ্ধে কোনো অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা প্রথমে প্রেস কাউন্সিলে উত্থাপন করতে হবে।’
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিককে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এর চেয়ে কম শিক্ষাগত যোগ্যতায় সাংবাদিক হওয়া যাবে না। তবে যাঁরা এলাকায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এমন অভিজ্ঞতা থাকলে তাঁকে সাংবাদিক হিসেবে চিহ্নিত করা হবে। প্রকৃত সাংবাদিক কারা তা নির্ধারণ করতে প্রেস কাউন্সিল একটি ডেটাবেইস তৈরি করছে। এ কাজ চলমান। শুধু একটি কার্ড রাখলে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া যাবে না। সাংবাদিককে অবশ্যই বৈধ গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়োগপত্র থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ আলম।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ‘বর্তমান সময়ে কিছু লোকের অপসাংবাদিকতার কারণে গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হচ্ছে। সম্মানজনক পেশাকে হেয় করা হচ্ছে। এটি বন্ধ করতে হবে। সাংবাদিকতার সম্মান রক্ষা করতে হবে। সাংবাদিকতাকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে প্রেস কাউন্সিল কাজ করছে। কেউ যেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করতে না পারে সে জন্য প্রেস কাউন্সিল কাজ করছে।’
গতকাল শনিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নিজামুল হক নাসিম এসব কথা বলেন।
অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম আরও বলেন, সাংবাদিকতার নামে কেউ অপসাংবাদিকতা করলে তাঁর জন্য শাস্তির বিধান রেখে আইন করা হচ্ছে। অপসাংবাদিকতা করলে ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন তৈরি করা হচ্ছে। তবে হত্যা ধর্ষণসহ অন্যান্য ফৌজদারি অপরাধ করলে তাঁর বিরুদ্ধে সাধারণ আইনে বিচার করতে প্রেস কাউন্সিল সুপারিশ করবে। তবে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয় এবং ন্যায়বিচার পান সে জন্য কাজ করবে প্রেস কাউন্সিল। সাংবাদিকের বিরুদ্ধে কোনো অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা প্রথমে প্রেস কাউন্সিলে উত্থাপন করতে হবে।’
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিককে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এর চেয়ে কম শিক্ষাগত যোগ্যতায় সাংবাদিক হওয়া যাবে না। তবে যাঁরা এলাকায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এমন অভিজ্ঞতা থাকলে তাঁকে সাংবাদিক হিসেবে চিহ্নিত করা হবে। প্রকৃত সাংবাদিক কারা তা নির্ধারণ করতে প্রেস কাউন্সিল একটি ডেটাবেইস তৈরি করছে। এ কাজ চলমান। শুধু একটি কার্ড রাখলে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া যাবে না। সাংবাদিককে অবশ্যই বৈধ গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়োগপত্র থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ আলম।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে