মাটি বালু ইটের গুঁড়া ও পাথর দিয়ে সার তৈরি!

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬: ০৩
Thumbnail image

রাজবাড়ীর পাংশায় মাটি, বালু, ইটের গুঁড়া ও কুচি পাথরের সঙ্গে রংসহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে সার ও কীটনাশক তৈরির দায়ে নাম বিহীন একটি সার কারখানায় সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার পুঁইজোর বাজার মাদ্রাসাসংলগ্ন পোস্ট অফিসের পেছনে বঙ্গবন্ধু নতুন বাজারের কারখানাটিতে অভিযান পরিচালনার সময় কাউকে পাওয়া যায়নি। গতকাল শনিবার বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন।

স্থানীয়রা জানান, তিন থেকে চার মাস ধরে কামরুল হাসান নামের এক ব্যক্তি বাজারের কয়েকটি ঘর ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করছেন। কামরুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন, কারখানাটিতে বিভিন্ন নামীদামি ওষুধ কোম্পানির মোড়ক, বস্তাভর্তি মাটি, বালু, ইটের গুঁড়া, কুচি পাথর ও রংসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পাওয়া গেছে। তবে সেখানে কাউকে না পাওয়ায় স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হাসানের জিম্মায় কারখানাটি সিলগালা করা হয়েছে।

এ অভিযান পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও পাংশা মডেল থানার উপপরিদর্শক মো. আমজাদ হোসেনসহ থানা-পুলিশের একটি দল সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত