Ajker Patrika

নগরে জলজট নিরসনে বৈঠকে বসছে সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নগরে জলজট নিরসনে বৈঠকে বসছে সিসিক

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই সিলেট মহানগরের অধিকাংশ এলাকায় জলজট তৈরি হয়। তলিয়ে যায় সব সড়ক। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানের লক্ষ্যে নগর পরিকল্পনাবিদ বা বিশেষজ্ঞদের নিয়ে শিগগিরই জরুরি বৈঠকে বসছে সিটি করপোরেশন (সিসিক)। বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ মতে অবস্থার উন্নতি ঘটাতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার নির্মাণাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মেয়র আরিফ বলেন, ‘শুধু বলা হচ্ছে, অপরিকল্পিত উন্নয়নের ফলে সিলেট নগরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অথচ অপরিকল্পিত উন্নয়নটি কেউ চিহ্নিত করে দেখাচ্ছে না। মূলত জলবায়ু পরিবর্তন, নগরের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় উচ্চতা এবং জায়গা নিয়ে ড্রেনেজ ব্যবস্থা করতে প্রতিবন্ধকতা সৃষ্টি, শহরের পানি যেসব রাস্তা দিয়ে বাইরে গিয়ে পড়বে, সেসব জায়গায় ভরাট বা প্রতিবন্ধকতার কারণেই সিলেট শহরে ইদানীং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। উন্নয়ন অপরিকল্পিত হয়নি। তারপরেও নগরবাসীকে ভোগান্তি থেকে রেহাই দিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিগগিরই বিশেষজ্ঞ একটি টিমের সঙ্গে বৈঠক করব এবং অবস্থার উন্নতির লক্ষ্যে তাদের পরামর্শমতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’ তবে বৈঠকের দিন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে দিন তারিখ নির্ধারণ করে জানানো হবে বলেও জানান মেয়র আরিফ।

এদিকে, জলজট ভোগান্তি যেন পিছু ছাড়ছেই না নগরবাসীর। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে। শত শত কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতা থেকে কেন মুক্তি মিলছে না, প্রশ্ন সবার। চলতি বৃষ্টির মৌসুমে বেশ কয়েকবার জলমগ্ন হয়েছে সিলেট নগর। গত জুলাই মাসেও জলাবদ্ধতার কবলে পড়েন নগরবাসী। তখনো কোটি কোটি টাকা কোথায় গেল, সেই প্রশ্ন ওঠে জোরেশোরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত