নওগাঁ প্রতিনিধি
সকাল ১০টা ৪৫ মিনিট। ভ্যানে চেপে এক বৃদ্ধকে ভোট কেন্দ্রে নিয়ে এলেন দুই যুবক। লাইনে দাঁড়ানো ভোটার, সংবাদকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর সেই ভ্যানের দিকে। চাদর মুড়িয়ে ভ্যানের ওপর এক বৃদ্ধকে শুয়ে থাকতে দেখা যায়। তাঁর নাম আব্দুল কুদ্দুস। বয়স ৭৫ ছুঁই ছুঁই। বার্ধক্যে শরীরটা দমে গেছে ঠিকই, কিন্তু ভোট উৎসবে শামিল হওয়ার ইচ্ছাটা ঠিক আগের মতোই রয়েছে তাঁর। বিপত্তি ঘটল তখনই, যখন কুদ্দুস সরকার ভোট দিতে না পেয়ে অশ্রুসিক্ত নয়নে বাড়িতে ফিরে গেলেন।
গতকাল রোববার ধামইরহাট উপজেলার হরিতকীডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুস সরকারের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার বেনীদুয়ার গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিজের ইচ্ছে থেকেই প্রতিবেশী দুই যুবককে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়েছিলেন কুদ্দুস। তবে ভোট না দিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাঁকে। কারণ প্যারালাইজ এর কারণে হাতের আঙুলগুলো বাঁকা হওয়ায় ইভিএমে ছাপ দিতে পারেননি কুদ্দুস। ভোট না দিয়েই বাড়িতে ফিরে যেতে হয়েছে তাঁকে।
ভোটকেন্দ্রে ভ্যানের ওপর শুয়ে আব্দুল কুদ্দুস সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে ভ্যানে করে ভোটকেন্দ্রে এসেছিলাম। দায়িত্বরতরা আঙুলের ছাপ নেওয়ার জন্য চেষ্টা করল কিন্তু আমার আঙুল সোজা হচ্ছে না, তাই ভোট দিতে পারিনি। ব্যালট পেপারে হলে ভোট দিতে পারতাম।’
এ বিষয়ে হরিতকীডাঙা কেন্দ্রের পুরুষ কক্ষের দায়িত্বরত কর্মকর্তারা জানান, আব্দুল কুদ্দুসের হাতের নখ সবগুলো বাঁকা। ফলে অনেক চেষ্টার পরও কোনোভাবেই তাঁর একটি আঙুলের ছাপ নেওয়া সম্ভব হচ্ছিল না। এ জন্য তাঁর ভোটগ্রহণ করা সম্ভব হয়নি।
ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ইভিএমে শারীরিক সমস্যার কারণে ভোট দিতে না পারার বিষয়টি
খোঁজ নিয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে।
সকাল ১০টা ৪৫ মিনিট। ভ্যানে চেপে এক বৃদ্ধকে ভোট কেন্দ্রে নিয়ে এলেন দুই যুবক। লাইনে দাঁড়ানো ভোটার, সংবাদকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর সেই ভ্যানের দিকে। চাদর মুড়িয়ে ভ্যানের ওপর এক বৃদ্ধকে শুয়ে থাকতে দেখা যায়। তাঁর নাম আব্দুল কুদ্দুস। বয়স ৭৫ ছুঁই ছুঁই। বার্ধক্যে শরীরটা দমে গেছে ঠিকই, কিন্তু ভোট উৎসবে শামিল হওয়ার ইচ্ছাটা ঠিক আগের মতোই রয়েছে তাঁর। বিপত্তি ঘটল তখনই, যখন কুদ্দুস সরকার ভোট দিতে না পেয়ে অশ্রুসিক্ত নয়নে বাড়িতে ফিরে গেলেন।
গতকাল রোববার ধামইরহাট উপজেলার হরিতকীডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুস সরকারের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার বেনীদুয়ার গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিজের ইচ্ছে থেকেই প্রতিবেশী দুই যুবককে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়েছিলেন কুদ্দুস। তবে ভোট না দিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাঁকে। কারণ প্যারালাইজ এর কারণে হাতের আঙুলগুলো বাঁকা হওয়ায় ইভিএমে ছাপ দিতে পারেননি কুদ্দুস। ভোট না দিয়েই বাড়িতে ফিরে যেতে হয়েছে তাঁকে।
ভোটকেন্দ্রে ভ্যানের ওপর শুয়ে আব্দুল কুদ্দুস সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে ভ্যানে করে ভোটকেন্দ্রে এসেছিলাম। দায়িত্বরতরা আঙুলের ছাপ নেওয়ার জন্য চেষ্টা করল কিন্তু আমার আঙুল সোজা হচ্ছে না, তাই ভোট দিতে পারিনি। ব্যালট পেপারে হলে ভোট দিতে পারতাম।’
এ বিষয়ে হরিতকীডাঙা কেন্দ্রের পুরুষ কক্ষের দায়িত্বরত কর্মকর্তারা জানান, আব্দুল কুদ্দুসের হাতের নখ সবগুলো বাঁকা। ফলে অনেক চেষ্টার পরও কোনোভাবেই তাঁর একটি আঙুলের ছাপ নেওয়া সম্ভব হচ্ছিল না। এ জন্য তাঁর ভোটগ্রহণ করা সম্ভব হয়নি।
ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ইভিএমে শারীরিক সমস্যার কারণে ভোট দিতে না পারার বিষয়টি
খোঁজ নিয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে