Ajker Patrika

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও সভা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২২, ০৯: ২১
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও সভা

বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো খবর-

নগর: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, আনোয়ার হোসাইন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক প্রমুখ।

আগৈলঝাড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

মুলাদী: উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে দিবসটি উপলক্ষে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শোভাযাত্রা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেন নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারি। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত