Ajker Patrika

কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৫: ৩৪
কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

কাউনিয়ার হারাগাছে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় করা মামলায় অটোরিকশার এক চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গত শুক্রবার বিকেলে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্তের নাম হেলাল মিয়া (১৯)। তিনি হারাগাছ পৌরসভার চেংটারী গ্ৰামের শাহাজাহান মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আছেন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম। তিনি জানান, অটোরিকশাচালক হেলালের সঙ্গে এক মাসে আগে ওই কিশোরীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে প্রেম হয়। পরে হেলাল বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ফুসলিয়ে বের করে নিয়ে ধর্ষণ করা হয়। পরে খোঁজাখুঁজির পর মেয়েটি বাড়িতে ফিরে এসে ধর্ষণের ঘটনা পরিবারের লোকজনকে জানায়। তারপর মেয়েটির পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে হারাগাছ থানায় অভিযোগ করেন। অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাভুক্ত করে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হেলালকে আটক করে পুলিশ। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে রংপুর কারাগারে পাঠায়। সেই সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত