মোশাররফ-তানিয়ার ‘গরম একটা খবর আছে’

Thumbnail image

মফস্বলের এক যুবকের সাংবাদিক হওয়ার সংগ্রামের গল্প নিয়ে সোহেল হাসান নির্মাণ করেছেন নাটক ‘গরম একটা খবর আছে’। রচনায় জুয়েল এলিন।

সাংবাদিক যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে রয়েছেন তানিয়া বৃষ্টি, শেখ মাহবুবুর রহমান, সাবিনা প্রমুখ। গল্পে দেখা যাবে মোশাররফ করিম একজন শিক্ষানবিশ সাংবাদিক। একই গ্রামের মেয়ে তানিয়া বৃষ্টি ভালোবাসে মোশাররফ করিমকে। কিন্তু মোশাররফ পূর্ণাঙ্গ সাংবাদিক না হওয়ায় তারা বিয়ে করতে পারছে না। তানিয়া বৃষ্টি মোশাররফ করিমকে সাংবাদিক বানানোর জন্য অদ্ভুত এবং মারাত্মক সব ঘটনা ঘটাতে থাকে। নাটকটি প্রচারিত হবে আরটিভির ঈদের অনুষ্ঠানমালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত